প্রায় ৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তা আদায়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাজুড়ে মাইকিং করেছে পল্লি বিদ্যুৎ সমিতি। 

সোমবার (৩০ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত মাইকিং করে জানানো হয়েছে, বকেয়া বিল পরিশোধ না করলে সংযোগ বিছিন্ন করা হবে।

তাড়াশ উপজেলার আট ইউনিয়ন এবং একটি পৌরসভায় পল্লি বিদ্যুৎ সমিতির গ্রাহক আছেন ৬৮ হাজার। এসব গ্রাহকের কাছে প্রায় ৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। 

পল্লি বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বকেয়া বিল আগামী ১০ কার্যদিবসের মধ্যে পরিশোধ না করলে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

পল্লি বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডিজিএম শামসুজ্জামান বলেছেন, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য উপজেলাজুড়ে মাইকিং চলছে। তবে, গ্রাহকরা বকেয়া পরিশোধ করছেন না। বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। গ্রাহকদের সতর্ক করতে মাইকিং করা যাচ্ছে। 

ঢাকা/অদিত্য/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ