যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের আগে ইন্টার মায়ামি ছাড়তে পারেন লিওনেল মেসি। আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লিগে খেলে বিশ্বকাপের জন্য ভালো মতো প্রস্তুত হতে এমন সিদ্ধান্ত নিতে পারেন সর্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি।
ফুটবল বিষয়ক ক্রীড়া সাংবাদিক এস্তেবান এডুল এমনই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা আপাতত স্থগিত রেখেছেন মেসি। তবে ফুটবল দলবদল বিশেষজ্ঞা সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছে, দুই পক্ষই চুক্তি নবায়নে আগ্রহী এবং আশাবাদী।
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি চলতি বছরের শেষ পর্যন্ত। আগামী ডিসেম্বরে যা শেষ হয়ে যাবে। যদিও শর্তে এক বছরের ঐচ্ছিক চুক্তির কথা আছে। ওই অনুযায়ী, মেসি চাইলে মায়ামিতে আরও এক বছর থেকে যেতে পারেন। তবে মেসি সেটা নাও করতে পারেন।
এর পেছনে অন্যতম কারণ মেজর লিগের (এমএসএল) দীর্ঘ ছুটি। যুক্তরাষ্ট্রের লিগ অক্টোবরে শেষ হয়ে যায়। নতুন মৌসুম শুরু হয় ফেব্রুয়ারি-মার্চে। যার অর্থ প্রায় চার মাসের ছুটি। ওই সময়টায় ফিট থাকতে এবং সেরা ছন্দ নিয়ে বিশ্বকাপে যেতে ফ্রি এজেন্টে মেসি অন্য কোন ক্লাবে যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এর আগে গুঞ্জন বেরিয়েছিল, মেসি ২০২৫ মৌসুম শেষে তিন মাসের জন্য বার্সেলোনায় যোগ দিতে পারেন। খুবই সামান্য বেতনে বার্সায় খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুতির পাশাপাশি বার্সা ভক্তদের সামনে থেকে বিদায় নিতে পারেন তিনি। বার্সাও নাকি মেসিকে দারুণ একটা বিদায় উপহার দেওয়ার পরিকল্পনা করে রেখেছে। আবার তিন মাসের ছুটিতে শৈশবের ক্লাব ওল্ড বয়েজেও যেতে পারেন তিনি।
তবে সাংবাদিক ফ্যাবরিজিও জানিয়েছেন, মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত। বাস্তবতা হচ্ছে, এরপর দুইপক্ষই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। সেজন্য সময় বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া নেওয়া হবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল ইন ট র ম য় ম ইন ট র ম য় ম ব শ বক প
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড বা লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৪ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০২) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৪ টাকা।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো দাঁড়িয়েছে ৩.০১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো ছিল ১.৩৮ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.১৬ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা