দেশের নানা প্রান্ত থেকে পাঠকেরা কুপন পূরণ করে প্রিয় তারকাকে ভোট দিয়েছেন। সেই ভোটেই পুরস্কার পেয়েছেন তারকারা। পাঠকদের ভোটে নির্ধারিত হয় মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এ তারকা জরিপ পুরস্কার। যাঁরা কুপন পাঠান, লটারির মাধ্যমে তাঁদের জন্যও থাকে পুরস্কার। তাঁদের মধ্য থেকে বিজয়ী নির্ধারণ করতে গত শনিবার প্রথম আলো কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহান ও কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। সপ্তম তলায় টেবিলে জমা করা ছিল কুপনের স্তূপ; এত এত কুপন দেখে তিন তারকার চোখেই বিস্ময়!

যুগল নাটকে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনয়শিল্পী বিভাগে এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন রেহান। ড্র শুরু হওয়ার আগে কুপনের স্তূপ থেকে একটি একটি করে তিনটি কুপন তোলেন তিনি। তিনজনই সেরা নবাগত ক্যাটাগরিতে তাঁকে ভোট দিয়েছেন। আপ্লুত রেহান সবার উদ্দেশে তখন বলে ওঠেন, ‘এত মানুষ আমাকে ভোট দিয়েছেন!’ তাঁর চোখেমুখে আনন্দ। রেহানকে দেখে মেহজাবীন চৌধুরীও কুপনের স্তূপে নিজের নামের অনেক কুপন দেখতে পান। একই ক্যাটাগরিতে তাঁর সঙ্গে মনোনয়ন পাওয়া অভিনেত্রীদেরও প্রশংসা করতে থাকেন তিনি।
এবার ড্রয়ের পালা। কুপনের স্তূপ থেকে প্রথম কুপন তুললেন মেহজাবীন চৌধুরী। মেগা পর্বে তৃতীয় পুরস্কার নেপালে দুই রাত, তিন দিন (দুজন) ভ্রমণের টিকিট পেলেন কুমিল্লার লাকসামের মনোয়ারা। মেগা পর্বের পরের কুপনটি তুলেছেন রেহান। দ্বিতীয় পুরস্কার হিসেবে দুই রাত, তিন দিন (দুজন) মালয়েশিয়া ভ্রমণের টিকিট পেলেন চট্টগ্রামের তপন নাহার।

প্রথম কুপনের জন্য তখন সবার অপেক্ষা। কনার ওপর কুপন তোলার দায়িত্ব দিলেন মেহজাবীন আর রেহান। চারপাশ ঘুরে কুপনের স্তূপের একদম মাঝখান থেকে একটি কুপন তুললেন তিনি। কনার থেকে কুপনটি হাতে নিয়ে চিৎকার করে ওঠেন মেহজাবীন। পাশ থেকে এগিয়ে গিয়ে কুপনটি দেখে রেহানও উচ্ছ্বসিত!
উপস্থিত সবাই তখন একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলেন। কনাও অবাক! হচ্ছেটা কী?

আরও পড়ুনকেমন ছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের প্রথম আসর২৩ মে ২০২৪

বিষয়টা এবার খোলাসা করা যাক। প্রথম পুরস্কার যিনি পেয়েছেন, তাঁর নাম মেহজাবীন! আর কুপনটির ঠিকানা লেখা ছিল টাঙ্গাইল, যেটা আবার রেহানের গ্রামের বাড়ি! মেগা পর্বে প্রথম পুরস্কার হিসেবে দুই রাত, তিন দিন (দুজন) থাইল্যান্ড ভ্রমণের টিকিট পাচ্ছেন টাঙ্গাইলের মেহজাবীন।

কুপন ড্রয়ে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। শিগগিরই প্রথম আলো কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
মোট আট পর্বে কুপনের ড্র হয়েছে। এর মধ্যে সাত পর্বের ২১ বিজয়ীকে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি, তৃতীয় পুরস্কার একটি স্মার্টফোন দেওয়া হবে। সব পর্বের ভোট নিয়ে মেগা ড্র করে তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। মেগা পর্বসহ মোট ২৪ জন পুরস্কার পাচ্ছেন।

লটারি বিজয়ীরা হলেন—
জানুয়ারি-জুন
প্রথম পুরস্কার—জেসমিন, লাকসাম, কুমিল্লা
দ্বিতীয় পুরস্কার—নাজমুল, মিরপুর-১০, ঢাকা
তৃতীয় পুরস্কার—ওমর ফারুক, যাত্রাবাড়ী, ঢাকা
জুলাই-ডিসেম্বর
প্রথম পুরস্কার—নিজাম, পাগলা, নারায়ণগঞ্জ
দ্বিতীয় পুরস্কার—নার্গিস আক্তার, মাদারীপুর
তৃতীয় পুরস্কার—শাহিনা আক্তার, শাহজাহানপুর, ঢাকা
প্রাথমিক পর্ব
প্রথম পুরস্কার—খোশনেয়ারা বেগম, কুমিল্লা
দ্বিতীয় পুরস্কার—আবদুল হামিদ, ফার্মগেট, ঢাকা
তৃতীয় পুরস্কার—মো.

বিপ্লব, মাদারীপুর
সেরা ১০
প্রথম পুরস্কার—মো. সজল, মিরপুর, ঢাকা
দ্বিতীয় পুরস্কার—সোহেল, আশুলিয়া, ঢাকা
তৃতীয় পুরস্কার—নাজিরুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা
সেরা ৮
প্রথম পুরস্কার—খাদিজা, নারায়ণগঞ্জ
দ্বিতীয় পুরস্কার—শাহ আলম, ফেনী
তৃতীয় পুরস্কার—আবু বক্কর, বকশীবাজার, ঢাকা
সেরা ৬
প্রথম পুরস্কার—মো. হাসান, যশোর
দ্বিতীয় পুরস্কার—মনীশা দস্তিদার, চট্টগ্রাম
তৃতীয় পুরস্কার—নাদিম, খিলক্ষেত, ঢাকা
চূড়ান্ত পর্ব
প্রথম পুরস্কার—তানভীর মাহমুদ, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা
দ্বিতীয় পুরস্কার—মো. ইব্রাহিম, ফেনী
তৃতীয় পুরস্কার—মো. মোস্তাকিম বিল্লাহ, নওগাঁ
মেগা পর্ব
প্রথম পুরস্কার—মেহজাবীন, টাঙ্গাইল
দ্বিতীয় পুরস্কার—তপন নাহা, চট্টগ্রাম
তৃতীয় পুরস্কার—মনোয়ারা, লাকসাম, কুমিল্

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ ব ত য় প রস ক র ত য় প রস ক র ন ত ত য় প রস ক র ত য় প রস ক র ম প রথম আল ম হজ ব ন ক পনট

এছাড়াও পড়ুন:

ছাত্র আন্দোলন : গুলিতে নিহত শিশু রিয়ার মৃত্যুর এক বছর পর মামলা, বাদী পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে নিজ বাসার ছাদে গুলিতে নিহত ছয় বছর বয়সী রিয়া গোপের মৃত্যুর প্রায় এক বছর পর পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক আবু রায়হান বাদী হয়ে আওয়ামী লীগের অজ্ঞাতপরিচয় ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করেন।

রিয়া গোপ নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল। গত বছর সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিও হয়েছিল। পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির পরিবার মামলা করতে রাজি না হওয়ায় তারা হত্যা মামলাটি করেছে।

আরও পড়ুনবাসার ছাদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি২৫ জুলাই ২০২৪

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় মিছিল বের করেন শিক্ষার্থীরা। ওই দিন বিকেল চারটার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০-২০০ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। একপর্যায়ে তাদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয় রিয়া। ওই সময় সে নয়ামাটি এলাকার নিজ বাড়ির পাঁচতলা ছাদে খেলছিল। ওই অবস্থায় রিয়ার মাথায় গুলিটি লাগে। তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৪ জুলাই মারা যান রিয়া।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শিশু রিয়া গোপের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে মামলা করতে বলা হলেও মামলা করতে রাজি হয়নি কেউ। এ কারণে পুলিশ বাদী হয়ে হত্যা মামলাটি করেছে।

এ বিষয়ে জানতে রিয়া গোপের বাবা দীপক কুমার গোপের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

সম্পর্কিত নিবন্ধ

  • শেখ হাসিনার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে আরও ২ হত্যা মামলা
  • নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোটের কমিটি ঘোষণা
  • জাহিদুল হক বাঁধন এর নেতৃত্বে সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তি কর্মসূচী 
  • নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে মহিলা দলের শুভেচ্ছা
  • আমাদের দায়িত্ব দলের শক্তি আরও বহুগুণ বৃদ্ধি করা : মামুন মাহমুদ
  • শামীম. সেলিম ও আইভীর প্রেতাত্মারা যাতে সদস্য হতে না পারে : সাখাওয়াত 
  • ১৬নং ওয়ার্ড বিএনপি'র সদস্য ফরম বিতরণ 
  • নারায়ণগঞ্জকে গ্রীন সিটিতে পরিনত করার চেষ্টা করছি : ডিসি  
  • ছাত্র আন্দোলন : গুলিতে নিহত শিশু রিয়ার মৃত্যুর এক বছর পর মামলা, বাদী পুলিশ