লটারিতে বিজয়ী নির্ধারণ করলেন তারকারা, কারা পেলেন পুরস্কার
Published: 2nd, July 2025 GMT
দেশের নানা প্রান্ত থেকে পাঠকেরা কুপন পূরণ করে প্রিয় তারকাকে ভোট দিয়েছেন। সেই ভোটেই পুরস্কার পেয়েছেন তারকারা। পাঠকদের ভোটে নির্ধারিত হয় মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এ তারকা জরিপ পুরস্কার। যাঁরা কুপন পাঠান, লটারির মাধ্যমে তাঁদের জন্যও থাকে পুরস্কার। তাঁদের মধ্য থেকে বিজয়ী নির্ধারণ করতে গত শনিবার প্রথম আলো কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহান ও কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। সপ্তম তলায় টেবিলে জমা করা ছিল কুপনের স্তূপ; এত এত কুপন দেখে তিন তারকার চোখেই বিস্ময়!
যুগল নাটকে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনয়শিল্পী বিভাগে এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন রেহান। ড্র শুরু হওয়ার আগে কুপনের স্তূপ থেকে একটি একটি করে তিনটি কুপন তোলেন তিনি। তিনজনই সেরা নবাগত ক্যাটাগরিতে তাঁকে ভোট দিয়েছেন। আপ্লুত রেহান সবার উদ্দেশে তখন বলে ওঠেন, ‘এত মানুষ আমাকে ভোট দিয়েছেন!’ তাঁর চোখেমুখে আনন্দ। রেহানকে দেখে মেহজাবীন চৌধুরীও কুপনের স্তূপে নিজের নামের অনেক কুপন দেখতে পান। একই ক্যাটাগরিতে তাঁর সঙ্গে মনোনয়ন পাওয়া অভিনেত্রীদেরও প্রশংসা করতে থাকেন তিনি।
এবার ড্রয়ের পালা। কুপনের স্তূপ থেকে প্রথম কুপন তুললেন মেহজাবীন চৌধুরী। মেগা পর্বে তৃতীয় পুরস্কার নেপালে দুই রাত, তিন দিন (দুজন) ভ্রমণের টিকিট পেলেন কুমিল্লার লাকসামের মনোয়ারা। মেগা পর্বের পরের কুপনটি তুলেছেন রেহান। দ্বিতীয় পুরস্কার হিসেবে দুই রাত, তিন দিন (দুজন) মালয়েশিয়া ভ্রমণের টিকিট পেলেন চট্টগ্রামের তপন নাহার।
প্রথম কুপনের জন্য তখন সবার অপেক্ষা। কনার ওপর কুপন তোলার দায়িত্ব দিলেন মেহজাবীন আর রেহান। চারপাশ ঘুরে কুপনের স্তূপের একদম মাঝখান থেকে একটি কুপন তুললেন তিনি। কনার থেকে কুপনটি হাতে নিয়ে চিৎকার করে ওঠেন মেহজাবীন। পাশ থেকে এগিয়ে গিয়ে কুপনটি দেখে রেহানও উচ্ছ্বসিত!
উপস্থিত সবাই তখন একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলেন। কনাও অবাক! হচ্ছেটা কী?
বিষয়টা এবার খোলাসা করা যাক। প্রথম পুরস্কার যিনি পেয়েছেন, তাঁর নাম মেহজাবীন! আর কুপনটির ঠিকানা লেখা ছিল টাঙ্গাইল, যেটা আবার রেহানের গ্রামের বাড়ি! মেগা পর্বে প্রথম পুরস্কার হিসেবে দুই রাত, তিন দিন (দুজন) থাইল্যান্ড ভ্রমণের টিকিট পাচ্ছেন টাঙ্গাইলের মেহজাবীন।
কুপন ড্রয়ে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। শিগগিরই প্রথম আলো কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
মোট আট পর্বে কুপনের ড্র হয়েছে। এর মধ্যে সাত পর্বের ২১ বিজয়ীকে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি, তৃতীয় পুরস্কার একটি স্মার্টফোন দেওয়া হবে। সব পর্বের ভোট নিয়ে মেগা ড্র করে তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। মেগা পর্বসহ মোট ২৪ জন পুরস্কার পাচ্ছেন।
লটারি বিজয়ীরা হলেন—
জানুয়ারি-জুন
প্রথম পুরস্কার—জেসমিন, লাকসাম, কুমিল্লা
দ্বিতীয় পুরস্কার—নাজমুল, মিরপুর-১০, ঢাকা
তৃতীয় পুরস্কার—ওমর ফারুক, যাত্রাবাড়ী, ঢাকা
জুলাই-ডিসেম্বর
প্রথম পুরস্কার—নিজাম, পাগলা, নারায়ণগঞ্জ
দ্বিতীয় পুরস্কার—নার্গিস আক্তার, মাদারীপুর
তৃতীয় পুরস্কার—শাহিনা আক্তার, শাহজাহানপুর, ঢাকা
প্রাথমিক পর্ব
প্রথম পুরস্কার—খোশনেয়ারা বেগম, কুমিল্লা
দ্বিতীয় পুরস্কার—আবদুল হামিদ, ফার্মগেট, ঢাকা
তৃতীয় পুরস্কার—মো.
সেরা ১০
প্রথম পুরস্কার—মো. সজল, মিরপুর, ঢাকা
দ্বিতীয় পুরস্কার—সোহেল, আশুলিয়া, ঢাকা
তৃতীয় পুরস্কার—নাজিরুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা
সেরা ৮
প্রথম পুরস্কার—খাদিজা, নারায়ণগঞ্জ
দ্বিতীয় পুরস্কার—শাহ আলম, ফেনী
তৃতীয় পুরস্কার—আবু বক্কর, বকশীবাজার, ঢাকা
সেরা ৬
প্রথম পুরস্কার—মো. হাসান, যশোর
দ্বিতীয় পুরস্কার—মনীশা দস্তিদার, চট্টগ্রাম
তৃতীয় পুরস্কার—নাদিম, খিলক্ষেত, ঢাকা
চূড়ান্ত পর্ব
প্রথম পুরস্কার—তানভীর মাহমুদ, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা
দ্বিতীয় পুরস্কার—মো. ইব্রাহিম, ফেনী
তৃতীয় পুরস্কার—মো. মোস্তাকিম বিল্লাহ, নওগাঁ
মেগা পর্ব
প্রথম পুরস্কার—মেহজাবীন, টাঙ্গাইল
দ্বিতীয় পুরস্কার—তপন নাহা, চট্টগ্রাম
তৃতীয় পুরস্কার—মনোয়ারা, লাকসাম, কুমিল্
উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ ব ত য় প রস ক র ত য় প রস ক র ন ত ত য় প রস ক র ত য় প রস ক র ম প রথম আল ম হজ ব ন ক পনট
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।