যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও কুয়েতের শোক প্রকাশ
Published: 23rd, July 2025 GMT
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও কুয়েত শোক প্রকাশ করেছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো এক চিঠিতে উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বার্তায় ওয়াং ই বলেন, ‘ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি মর্মাহত। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক
পররাষ্ট্র উপদেষ্টা মো.
মঙ্গলবার ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বার্তায় আইওয়া তাকেশি বলেন, ‘ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত। যাঁরা প্রাণ হারিয়েছেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাতে চাই। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে যাঁরা আহত হয়েছেন এবং যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’
যুক্তরাজ্যের শোক
দুর্ঘটনায় প্রাণহানিতে শোক জানানো হয়েছে যুক্তরাজ্যের পক্ষ থেকেও। মঙ্গলবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় যুক্তরাজ্যের ভারত–মহাসাগরবিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট বলেন, ‘ঢাকার একটি স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি গভীরভাবে শোকাহত, যার ফলে অনেক শিশু নিহত হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার প্রতি আমার সমবেদনা, বিশেষ করে নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারবর্গের জন্য।’
আর ঢাকার ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি উদ্বিগ্ন ও দুঃখিত। আমাদের সমবেদনা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এবং জরুরি পরিষেবা প্রদানকারীদের প্রতি।’
ঢাকায় জার্মান দূতাবাস তাদের এক্স হ্যান্ডলারে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিয়োগান্ত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস তাদের ফেসবুক পেজে এ বিয়োগান্ত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
কুয়েতের শোক
অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় কুয়েত শোক জানিয়েছে। ঢাকার কুয়েত দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২১ জুলাই সোমবার রাজধানী ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছে কুয়েত। বাংলাদেশের মানুষ ও দুর্ঘটনায় শিকার মানুষের পরিবারের প্রতি আন্তরিক শোক ও গভীর সমবেদনা জানিয়েছে দেশটি। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে কুয়েত।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র পরর ষ ট রমন ত র ল দ শ ব ম নব হ ন র ব ম ন ব ধ বস ত র শ ক প রক শ য ক তর জ য দ র ঘটন য় পর ব র র খবর র একট
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব