যুক্তরাষ্ট্রের মিশিগানের ট্রাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে স্থানীয় সময় শনিবার রাতে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।   

গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির শেরিফ মাইকেল শিয়া সাংবাদিকদের বলেন, ১১ জন আহত হওয়া অবশ্যই মর্মান্তিক, তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ- আরো বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

আরো পড়ুন:

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও পাকিস্তান: দার

ঘটনার সময় আশপাশে থাকা ক্রেতারা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শী ৩৬ বছর বয়সী টিফানি ডেফেল বলেন, আমি ও আমার বোন পার্কিং লটে ছিলাম, হঠাৎ চারপাশে চিৎকার আর বিশৃঙ্খলা। এটা সত্যিই ভীতিকর ছিল। এটা সিনেমার মতো লাগছিল- বাস্তবে এমন কিছু ঘটবে ভাবিনি। ট্রাভার্স সিটিতে এমন ঘটনা কল্পনা করা যায় না।

উত্তর মিশিগানের সবচেয়ে বড় হাসপাতাল মুনসন হেলথকেয়ার সামাজিক যোগাযাগমাধ্যমে জানিয়েছে, ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের মুখপাত্র মেগান ব্রাউন বলেন, আহতদের সবাই ছুরিকাঘাতের শিকার। তিনি আরো জানান, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

কাউন্টির শেরিফ শিয়া বলেন, সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি ফোল্ডিং-স্টাইল ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি মিশিগানেরই বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত পরিচয় জানাতে অস্বীকৃতি জানান তিনি।

রাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, এই নির্মম সহিংসতায় আহতদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল।

ওয়ালমার্ট এক বিবৃতিতে বলেছে, তারা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

বিবৃতিতে বলা হয়, এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আহতদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।

এফবিআইয়ের উপ-পরিচালক ড্যান বোঙ্গিনো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, ব্যুরো কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সাড়া দিচ্ছেন।

ট্রাভার্স সিটি মিশিগানের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এটি চেরি উৎসব, ওয়াইন এবং লেক মিশিগানের তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ডেট্রয়েট থেকে প্রায় ২৫৫ মাইল (৪১০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত ট্র্যাভার্স সিটি।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র আহতদ র

এছাড়াও পড়ুন:

আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল শনিবার রাত নয়টার দিকে বার্ন ইনস্টিটিউটে যান প্রধান উপদেষ্টা। তিনি বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দীনের কাছ থেকে আহতদের বর্তমান অবস্থা জানতে চান।

অধ্যাপক নাসির উদ্দীন জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ‘মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের’ পরামর্শক্রমে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এবং সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, সবার সম্মিলিত মূল্যায়নে বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চারজন ‘ক্রিটিক্যাল’, নয়জন ‘সিভিয়ার’ এবং ২৩ জন ‘ইন্টারমিডিয়েট’ ক্যাটাগরির রোগী আছেন। এই মূল্যায়ন রোগীর অবস্থা অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা চিকিৎসার জন্য কোনো ধরনের যন্ত্রপাতি, সরঞ্জাম, ওষুধ বা অন্য কিছুর প্রয়োজনীয়তা আছে কি না জানতে চান।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রয়োজনীয় সবকিছু সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে। এর বাইরে যে দুয়েকটি সরঞ্জামের প্রয়োজন ছিল, সেগুলো সিঙ্গাপুরের চিকিৎসা দল সঙ্গে করে নিয়ে এসেছে।

প্রধান উপদেষ্টা হতাহতের বিস্তারিত জানতে চাইলে তাঁর বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালগুলোতে দগ্ধ রোগীদের নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে হাসপাতালের চিকিৎসকেরা অতিদ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রায় সবাইকে বার্ন ইনস্টিটিউটে এবং ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠিয়ে দেন। ঘটনার পরপরই মন্ত্রণালয় থেকে বার্ন ইনস্টিটিউটের পরিচালককে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। চিকিৎসক, নার্সসহ সব সেবাদানকারী প্রস্তুত ছিলেন এবং একসঙ্গে জরুরি বিভাগে আসা প্রায় ৩০ জন দগ্ধ রোগীকে দ্রুত চিকিৎসাসেবা দিতে সক্ষম হয়েছেন।

সায়েদুর রহমান আরও জানান, প্রায় ১০টি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরবর্তী সময়ে অন্য হাসপাতালে রোগীদের দ্রুত স্থানান্তর করার কারণে প্রথম দিকে নিহত ও আহত রোগীর সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। এ ছাড়া বেশ কয়েকটি দেহাবশেষ ছিল, যেগুলো ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হয়েছে। ফলে কিছু সময় লেগেছে।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান, রোগীদের স্থানান্তরের সময় আম্বুলেন্সের অভাব প্রকটভাবে বোঝা গেছে। এ দুর্ঘটনার মধ্য দিয়ে দেশের জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলো দৃশ্যমান হয়েছে।

প্রধান উপদেষ্টা অবিলম্বে এ বিষয়ে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন এবং দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে ও ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি। এ কার্যক্রমে নিহতদের পরিবার, আহত ও আহতের পরিবার এবং মাইলস্টোন স্কুলের প্রত্যেককে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এর পাশাপাশি দগ্ধ রোগীদের নিকটাত্মীয়দের হাসপাতালে অবস্থানের সময় তাঁদের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে পরিচালককে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে আমরা আন্তরিক ও দৃঢ়প্রতিজ্ঞ।’

এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সবাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিদেশ থেকে যাঁরা এই বিপদের সময় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন, তাঁদেরও ধন্যবাদ জানান তিনি।

প্রধান উপদেষ্টার হাসপাতাল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

উল্লেখ্য, গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
  • জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ জাতি ভুলে যেতে পারে না: স্বাস্থ্য উপদেষ্টা
  • নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু, দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে
  • নেত্রকোনায় এনসিপির কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা আটক
  • গাজীপুরে ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ, কাঁদানে গ্যাসের শেলে ছত্রভঙ্গ শ্রমিকেরা
  • মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ
  • আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা
  • অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে: উপদেষ্টা
  • নির্বাচনের আগেই অবৈধ ও লুট হওয়া সকল অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা