বাগেরহাটে মারধরের শিকার হয়ে সোহাগ সরদার (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে বাগেরহাট জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সোহাগের বাড়ি চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে। তিনি ওই ইউনিয়নের যুবদলের সদস্য ছিলেন। আজ বৃহস্পতিবার বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোহাগের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোহাগের পরিবার বলছে, বাগেরহাট সদর উপজেলার আদিখালি গ্রামের ছনিয়া আক্তারের সঙ্গে বছর দেড়েক আগে পারিবারিকভাবে বিয়ে হয় সোহাগের। গতকাল তিনি শ্বশুরবাড়িতে ছিলেন। তাঁকে বেধড়ক মারধর করে মুখে বিষ দিয়ে হাসপাতালে নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন।

সোহাগের বোন রেখা বেগম বলেন, সোহাগ তাঁর স্ত্রীকে নিয়ে চিতলমারীতে ভাড়া বাসায় থাকতেন। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এর আগেও সোহাগের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করেছেন। তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে।

তবে এ বিষয়ে সোহাগের শ্বশুরবাড়ির কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, ঘটনার পর থেকে সোহাগের স্ত্রী ছনিয়া আক্তার, শ্বশুর দীলু মাঝিসহ পরিবারের সবাই গা ঢাকা দিয়েছেন।

এদিকে মারধরের সঙ্গে জড়িত সন্দেহে আজ সকালে রজো পাইক নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন নিহত সোহাগের স্বজনেরা। তাঁর বাড়ি আদিখালি গ্রামে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

মাহমুদ-উল-হাসান প্রথম আলোকে বলেন, নিহত সোহাগের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। একজনকে আটক করা হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব গ রহ ট পর ব র ম রধর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ