জাতীয় বৃক্ষমেলা শেষ হচ্ছে আগামীকাল, গত বছরের তুলনায় বিক্রি কম
Published: 26th, July 2025 GMT
মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা শেষ হচ্ছে আগামীকাল রোববার। গত শুক্রবার মেলা শেষ হওয়ার কথা ছিল। তবে নার্সারির মালিকদের অনুরোধে মেলার মেয়াদ তিন দিন বাড়ানো হয়। এবারের মেলায় গত বছরের তুলনায় কিছুটা কম চারা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের মতে, দেরিতে মেলা শুরু ও কিছু নির্দিষ্ট ক্রেতার অনুপস্থিতির কারণে বিক্রি খানিকটা কমেছে।
বন বিভাগের আয়োজনে প্রতিবছর বর্ষায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বৃক্ষমেলার আয়োজন করা হয়। সাধারণত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে মেলা শুরু হয়। তবে এবার ঈদুল আজহার ছুটির কারণে মেলা কিছুটা পিছিয়ে ২৫ জুন থেকে মেলা শুরু হয়। এবার মেলার প্রতিপাদ্য ছিল ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’।
বৃক্ষমেলার তথ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বন বিভাগের সামাজিক বন বিভাগের সমাজবিজ্ঞানী আমিনুল ইসলাম জানালেন, এবারের মেলায় ৯২টি বেসরকারি নার্সারি ও ৬টি সরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শুক্রবার পর্যন্ত মেলায় বিক্রি হয়েছে ১৪ লাখ ৭৮ হাজার ৬৩২টি চারা। যার আর্থিক মূল্য প্রায় ১২ কোটি ৭৪ লাখ ৮৬ হাজার ১৪৬ টাকা। গত বছর ২০২৪ সালে এই সময়ে বিক্রি হয়েছিল ৩১ লাখ ৮৫ হাজার ৯৯৩টি চারা, যার মূল্য ছিল ১৬ কোটি ২৮ লাখ টাকার বেশি।
আমিনুল ইসলাম বলেন, এবার দামি গাছের বিক্রি কমেছে। এ ছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কিছু নির্দিষ্ট ক্রেতা শ্রেণি মেলায় আসেনি। মেলাও শুরু হয়েছে কিছুটা দেরিতে। সব মিলিয়ে বিক্রি কিছুটা কম হলেও শেষ পর্যন্ত মোট বিক্রি ১৪ কোটি টাকার কাছাকাছি পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।
মেলার স্টলের মালিকদের কাছ থেকে প্রতিদিন লিখিতভাবে বিক্রির পরিমাণ সংগ্রহ করে তথ্যকেন্দ্র বিক্রির হিসাব প্রকাশ করে। অনেক নার্সারি মালিকই জানাচ্ছেন, শুরুতে প্রচার কম হওয়ায় প্রথম সপ্তাহে দর্শনার্থীর সংখ্যা খুবই কম ছিল, যার প্রভাব পড়েছে বিক্রিতে।
একটি স্টলে ফলদ ও বনজ গাছের চারা সাজিয়ে রাখা হয়েছে। ঢাকা, ২৬ জুলাই.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫