অয়ন মুখার্জি নির্মাণ করছেন ‘ওয়ার টু’ সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশান, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাবে সিনেমাটি।
কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ‘ওয়ার টু’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৩৬ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে ধুন্ধুমার অ্যাকশন লুকে ধরা দিয়েছেন হৃতিক-জুনিয়র এনটিআর। কিয়ারা আদভানিও মারমুখী ভূমিকায় হাজির হয়েছেন। তবে হৃতিকের সঙ্গে রোমান্সে মেতে উঠতেও দেখা গেছে এই নায়িকাকে। ট্রেইলারে হৃতিক-কিয়ারার একটি চুম্বন দৃশ্য বিশেষভাবে নজর কেড়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে প্রকাশিত ট্রেইলারে প্রায় ৩৪ হাজার মন্তব্য পড়েছে। অ্যাকশন লুক দেখে নেটিজেনরা ভূয়সী প্রশংসা করছেন। আলোচনা চলছে হৃতিক-কিয়ারার চুম্বন দৃশ্য নিয়েও। হৃতিকের চেয়ে ১৮ বছরের ছোট কিয়ারা। ফলে, এ জুটির চুম্বন আলোচনার খোরাক হয়েছে।
আরো পড়ুন:
রাকেশ রোশান হাসপাতালে
কৃষ ফোর: হৃতিকের সঙ্গী প্রীতি, প্রিয়াঙ্কা, নোরা?
হৃতিক-কিয়ারার চুম্বন দৃশ্য ও বয়সের ব্যবধান নিয়ে দুটো শিবিরে বিভক্ত নেটিজেনরা। একজন লেখেন, “হৃতিক-কিয়ারার মধ্যে আক্ষরিক অর্থেই ১৮ বছর বয়সের ব্যবধান।” অন্য একজন লেখেন, “এটি অপ্রয়োজনীয় বিষয়। ৩৩ বছর বয়েসি একজন নারী কোনো বাচ্চা নয়। ২০ বছর বয়েসি একজন নারীর সঙ্গে ৫০-৬০ বছর বয়েসি একজন পুরুষের জুটি বাঁধাটা ভয়ংকর। তবে ৩০ বছর বয়েসিরা সম্পূর্ণ পরিণত নারী, ৩৩ বছর বয়েসি একজন নারী ও ৫১ বছর বয়েসি একজন মহিলার মধ্যে বাস্তবিক বয়েসের পার্থক্য নিয়ে মাথা ঘামানোটা বাড়াবাড়ি।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’ সিনেমা। এটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এবার দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অয়ন মুখার্জি। প্রথম পার্টে বাণী কাপুর অভিনয় করলেও তার স্থলাভিষিক্ত হয়েছেন কিয়ারা। প্রথম পার্টের বাজেট ১৭৫ কোটি রুপি ছিল, দ্বিতীয় পার্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ ত ক র শন চলচ চ ত র চ ম বন দ শ য র চ ম বন করছ ন
এছাড়াও পড়ুন:
যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।
বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।