ছোট্ট একটি ভাইরাস, চোখে দেখা যায় না, বহুদিন পর্যন্ত কোনো উপসর্গও দেখা দেয় না। কিন্তু একসময় তা মানুষের লিভারকে নিঃশব্দে নিঃশেষ করে দেয়। হেপাটাইটিস বি ও সি ভাইরাস এমনই ভয়ানক দুটি সংক্রমণ, যা বাংলাদেশে প্রতিদিন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আর ৯০ শতাংশ আক্রান্ত ব্যক্তিই জানেন না সংক্রমণের তথ্য। অথচ এই সংক্রমণ প্রতিরোধযোগ্য, এমনকি নিরাময়যোগ্যও। 

প্রতি বছর ২০ হাজার প্রাণহানি
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ আলী জানিয়েছেন, হেপাটাইটিসের কারণে দেশে প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এছাড়া, লিভার সিরোসিস ও ক্যান্সারজনিত মৃত্যুর পেছনে ৬০–৭০ শতাংশ ক্ষেত্রেই দায়ী এই ভাইরাস। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ৯০ শতাংশ আক্রান্তই জানেন না যে তারা সংক্রমিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজন মারা যাচ্ছেন হেপাটাইটিসে। এই হিসাব বাংলাদেশেও প্রতিধ্বনিত হচ্ছে।

সংক্রমণ ছড়াচ্ছে, প্রতিরোধ থেমে আছে

দেশের জনসংখ্যার প্রায় ৫ দশমিক ১ শতাংশ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, যা সংখ্যায় প্রায় ৮৫ লাখ মানুষ। এর মধ্যে পুরুষ ৫৭ লাখ, নারী ২৮ লাখ এবং শিশু প্রায় ৪ লাখ। হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্তের সংখ্যা আলাদা করে নির্ধারণ করা কঠিন হলেও, এ ভাইরাস লিভার সিরোসিসের ৩০ শতাংশ এবং লিভার ক্যান্সারের ১৭ শতাংশের জন্য দায়ী।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়ালাইসিস গ্রহণকারী রোগীদের মধ্যে হেপাটাইটিস সি সংক্রমণের হার ১০-১৫ শতাংশ, যেখানে সাধারণ মানুষের মধ্যে এটি ১ শতাংশেরও কম।

নবজাতকদের জন্য বার্থডোজ ঐচ্ছিক
শিশুদের জন্য টিকাদান কর্মসূচিতে হেপাটাইটিস বি টিকা থাকলেও জন্মের ১২ ঘণ্টার মধ্যে দেওয়া বার্থডোজ এখনো বাধ্যতামূলক নয়। অথচ এই সময়েই প্রতিরোধমূলক টিকা কার্যকরভাবে শিশুর শরীরে ভাইরাস রোধে কাজ করতে পারে।

ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, “ইপিআই শিডিউলে যদি বার্থডোজকে বাধ্যতামূলক করা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে হেপাটাইটিস বি ভাইরাস থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।”

শুধু শহরে চিকিৎসা, গ্রামে অন্ধকার

বাংলাদেশে হেপাটাইটিস সংক্রমণ মোকাবিলায় চিকিৎসা ও পরীক্ষার সুবিধা শহরকেন্দ্রিক। অধিকাংশ উপজেলা বা গ্রামাঞ্চলে এখনো হেপাটাইটিস সচেতনতামূলক কার্যক্রম খুব সীমিত। অথচ দেশের ৬৫ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে।

চিকিৎসা আছে, খরচ আকাশ ছোঁয়া

হেপাটাইটিস সি ভাইরাসের জন্য বাংলাদেশেই কার্যকর ওষুধ তৈরি হচ্ছে। হেপাটাইটিস বি’র ক্ষেত্রেও টিকা সহজলভ্য। কিন্তু সমস্যা হলো—চিকিৎসার খরচ এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে।
প্রায় ৫০ শতাংশ রোগী চিকিৎসা শুরুর পর আর চালিয়ে যেতে পারেন না খরচের কারণে। 

ভুল ধারণাই বড় বিপদ

বিশেষজ্ঞরা বলছেন, হেপাটাইটিস নিয়ে সমাজে এখনো কুসংস্কার ও ভ্রান্ত ধারণা প্রচুর। অনেকে মনে করেন একসঙ্গে খাওয়া-দাওয়ায় সংক্রমণ হয়। আবার অনেক কর্মক্ষেত্রে হেপাটাইটিস আক্রান্তদের প্রতি রয়েছে বৈষম্য। অথচ এসব ধারণা বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন।

অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা.

আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “হেপাটাইটিস ছড়ায় অনিরাপদ রক্ত সঞ্চালন, জীবাণুমুক্ত নয় এমন যন্ত্রপাতি ব্যবহার, আক্রান্ত মায়ের মাধ্যমে সন্তান, এবং অনিরাপদ যৌন সম্পর্কে।”

সমাধানের পথ 

বিশেষজ্ঞরা হেপাটাইটিস নিয়ন্ত্রণে ছয়টি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন:

নবজাতকদের জন্য জন্মের ১২ ঘণ্টার মধ্যে ‘বার্থডোজ’ বাধ্যতামূলক করা। প্রত্যন্ত অঞ্চলে পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা। সরকারি হাসপাতালে হেপাটাইটিস ক্লিনিক চালু করা। গরিব ও মধ্যবিত্তের জন্য চিকিৎসা ব্যয়ে ভর্তুকি ও সহায়তা তহবিল গঠন করা। গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা প্রচার। কর্মক্ষেত্রে বৈষম্য রোধে নীতিমালা প্রণয়ন।

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

সোমবার ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘আসুন রুখে দিই: সঠিক তথ্য জানুন, পদক্ষেপ নিন’। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের আন্তর্জাতিক লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ। কিন্তু এই অঙ্গীকার বাস্তবায়নে এখনো অনেকটা পথ বাকি।

বিশেষজ্ঞরা বলছেন, হেপাটাইটিস শুধু লিভারের রোগ নয়, এটি জনস্বাস্থ্যের এক নীরব সংকট। সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই রোগ হবে আরও ভয়াবহ। এখনো সময় আছে, রাষ্ট্রীয় উদ্যোগ, সামাজিক দায়িত্ববোধ ও ব্যক্তিগত সচেতনতা মিলেই পারে এই ভাইরাসের বিস্তার ঠেকাতে। 

ঢাকা/এএএম/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ প ট ইট স ব হ প ট ইট স স স ক রমণ র জন য ম লক ক

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ