প্রিন্স অ্যান্ড্রুর আত্মজীবনী: চাচার নাক ফাটিয়েছিলেন প্রিন্স হ্যারি
Published: 4th, August 2025 GMT
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ছেলে প্রিন্স হ্যারি রাজপরিবারের এক অনুষ্ঠানে হাতাহাতিতে জড়িয়েছিলেন। তা-ও আবার নিজের চাচা প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে। হাতাহাতির সময় চাচার নাক ফাটিয়েছিলেন তিনি। প্রিন্স অ্যান্ড্রুর আত্মজীবনীর বরাতে সংবাদমাধ্যমে এমন খবর বেরিয়েছে। তবে এ তথ্য একেবারেই সত্য নয় বলে জানিয়ে দিয়েছেন প্রিন্স হ্যারি।
প্রিন্স অ্যান্ড্রুর আত্মজীবনীর শিরোনাম এনটাইটেলড: দ্য রাইজ অ্যান্ড ফল অব হাউস অব ইয়র্ক। আত্মজীবনীটি লিখেছেন ইতিহাসবিদ অ্যান্ড্রু লউনি। সেটি এখনো প্রকাশিত হয়নি। তারই একটি অংশ গত শনিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল–এ প্রকাশ করা হয়েছে। সেখানেই ২০১৩ সালে পারিবারিক অনুষ্ঠানে হাতাহাতির ওই ঘটনা উঠে আসে।
ডেইলি মেইল–এর খবরে বলা হয়, প্রিন্স হ্যারিকে নিয়ে তাঁর আড়ালে কিছু বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রু। পরে ওই অনুষ্ঠানে চাচাকে ‘কাপুরুষ’ বলে সম্বোধন করেন হ্যারি। কারণ, সামনাসামনি ওই কথা বলার সাহস হয়নি অ্যান্ড্রুর। এরপরই দুজনের মধ্যে বিতণ্ডা শুরু হয়। গড়ায় হাতাহাতিতে। একপর্যায়ে চাচার নাক ফাটিয়ে দেন হ্যারি। এই রক্তারক্তির পরই শেষ হয় লড়াই।
প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। প্রকাশিত আত্মজীবনীর খণ্ডাংশ অনুযায়ী, মেগানের সঙ্গে হ্যারির সম্পর্ক নিয়েও সমালোচনা করেছিলেন প্রিন্স অ্যান্ড্রু। হ্যারিকে তিনি বলেছিলেন, মেগানের সঙ্গে তাঁর বিয়ে এক মাসও টিকবে না। মেগান ‘সুযোগসন্ধানী’ এবং হ্যারির তুলনায় খুব বেশি বয়সী বলেও উল্লেখ করেন অ্যান্ড্রু। তাঁর মতে, মেগানকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছেন হ্যারি।
ডেইলি মেইল–এ প্রকাশিত ওই খবরের সত্যতা অবশ্য নাকচ করে দিয়েছেন ডিউক অব সাসেক্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। তাঁদের এক মুখপাত্র বলেছেন, ‘আমি নিশ্চিত করছি যে প্রিন্স হ্যারি ও প্রিন্স অ্যান্ড্রু কখনো হাতাহাতিতে জড়াননি। এ ছাড়া ডাচেস অব সাসেক্সকে (মেগান) নিয়ে হ্যারির কাছে তিনি যে মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে, তা-ও করেননি প্রিন্স অ্যান্ড্রু।’
আত্মজীবনীর খণ্ডাংশের বরাতে খবর প্রকাশের জন্য ডেইলি মেইলকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন হ্যারি ও মেগান। তাঁদের মুখপাত্রের ভাষ্যমতে, এই সংবাদে ‘ভুল, ক্ষতিকর ও মানহানিকর’ বক্তব্য তুলে ধরা হয়েছে। বিষয়টি নিয়ে আরও পরিষ্কারভাবে জানতে বাকিংহাম প্যালেসের সঙ্গে যোগাযোগ করেছে দ্য গার্ডিয়ান। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
প্রিন্স অ্যান্ড্রু.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুই মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬৫৭৭ কোটি টাকা
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) শুল্ক–কর আদায়ে ঘাটতি হয়েছে সাড়ে ছয় হাজার কোটি টাকা। আন্দোলন থেমে যাওয়ার পরও রাজস্ব আদায়ে ভালো করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ রোববার গত জুলাই–আগস্টের শুল্ক–কর আদায়ের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে এনবিআর। সেখানে দেখা গেছে, গত জুলাই–আগস্টে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু এ সময়ে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা এবং ঘাটতি ৬ হাজার ৫৭৭ কোটি টাকা।
গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের কারণে গত অর্থবছরের বড় আকারের রাজস্ব ঘাটতি হয়। শেষ দুই মাসে কাঙ্ক্ষিত রাজস্ব হয়নি। আন্দোলনের নানা কর্মসূচিতে রাজস্ব আদায় বিঘ্ন হয়। কিন্তু জুলাই–আগস্টেও রাজস্ব আদায়ে গতি আসেনি।
এনবিআরের কয়েকজন কর্মকর্তা জানান, আন্দোলনের পর এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত ও বদলি–আতঙ্ক বিরাজ করছে। রাজস্ব আদায়ে মনোযোগ কম।
এনবিআরের হিসাবে, এ বছরের জুলাই–আগস্টে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাত থেকে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস খাতে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়করে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা আদায় হয়।