ঋণের চাপে ছিলেন গৃহবধূ, ঘরের আড়ায় ঝুলছিল লাশ
Published: 6th, August 2025 GMT
চট্টগ্রামের রাউজানের নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম পাখি আকতার (৫৩)। তিনি ওই গ্রামের খলিফাবাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ওই নারী স্বামীসহ একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। আজ ভোর ৫টার দিকে স্বামী মুহাম্মদ বাহাদুর ঘুম থেকে উঠে ঘরের আরেকটি কক্ষের আড়ায় পাখি আকতারের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানতে চাইলে নিহত নারীর স্বামী মুহাম্মদ বাহাদুর প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর দুই ছেলে রিকশা চালান। তাঁদের পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হয়। এ কারণে তাঁর স্ত্রী বেশ কয়েকটি ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছেন। প্রতি মাসে তাঁদের ১৮ থেকে ২০ হাজার টাকার কিস্তি দিতে হয়। এসব নিয়ে প্রায়ই পরিবারে কলহ হতো। পাখি আকতার ঋণের চাপে আত্মহত্যা করেছেন বলে দাবি তাঁর।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দুপুরে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই নারীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন। প্রাথমিকভাবে তাঁরা জেনেছেন, ঋণের চাপ থেকে ওই গৃহবধূ আত্মহত্যা করছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুই মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬৫৭৭ কোটি টাকা
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) শুল্ক–কর আদায়ে ঘাটতি হয়েছে সাড়ে ছয় হাজার কোটি টাকা। আন্দোলন থেমে যাওয়ার পরও রাজস্ব আদায়ে ভালো করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ রোববার গত জুলাই–আগস্টের শুল্ক–কর আদায়ের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে এনবিআর। সেখানে দেখা গেছে, গত জুলাই–আগস্টে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু এ সময়ে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা এবং ঘাটতি ৬ হাজার ৫৭৭ কোটি টাকা।
গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের কারণে গত অর্থবছরের বড় আকারের রাজস্ব ঘাটতি হয়। শেষ দুই মাসে কাঙ্ক্ষিত রাজস্ব হয়নি। আন্দোলনের নানা কর্মসূচিতে রাজস্ব আদায় বিঘ্ন হয়। কিন্তু জুলাই–আগস্টেও রাজস্ব আদায়ে গতি আসেনি।
এনবিআরের কয়েকজন কর্মকর্তা জানান, আন্দোলনের পর এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত ও বদলি–আতঙ্ক বিরাজ করছে। রাজস্ব আদায়ে মনোযোগ কম।
এনবিআরের হিসাবে, এ বছরের জুলাই–আগস্টে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাত থেকে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস খাতে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়করে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা আদায় হয়।