তিন বছর ধরে বন্ধ চট্টগ্রামের ৪৪০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎকেন্দ্র আবার চালু হয়ে গত রোববার উৎপাদনে গিয়েছিল। তিন দিনের মাথায় আগুন লেগে আবারও বন্ধ হয়ে গেছে বিদ্যুৎকেন্দ্রটি। বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটের ব্যাটারি কক্ষে বিস্ফোরণের পর আগুন লাগে বলে জানিয়েছে তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী ও রাঙ্গুনিয়া সীমান্তে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে আগুনের সূত্রপাত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল পাঁচটার দিকে রাউজান ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) মুজিবুর রহমান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ব্যাটারি কক্ষে বিস্ফোরণ থেকে বেলা সাড়ে তিনটায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে তাঁদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার ওই ইউনিটে তাঁরা ১৮০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন শুরু করেছিলেন। এর মধ্যে দুর্ঘটনায় আবার বন্ধ হয়ে গেল কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, সম্পূর্ণ গ্যাসচালিত এই তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিট বন্ধ ছিল তিন বছর ধরে। অপর ১ নম্বর ইউনিটও ছয় মাস ধরে বন্ধ।  এত দিন গ্যাস–সংকট ও টারবাইন ব্লেড নষ্ট হওয়ায় এবং সরঞ্জামের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছিল না। এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে উৎপাদন সক্ষমতা ২২০ মেগাওয়াট করে ৪৪০ মেগাওয়াট।

চট্টগ্রাম তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মুহাম্মদ আব্দু জাহেদ প্রথম আলোকে বলেন, মূলত গ্যাস–সংকট ও সরঞ্জাম নষ্ট হওয়ার কারণে বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট তিন বছর আর অপরটি ছয় মাস ধরে বন্ধ ছিল। গত তিন দিন আগে গ্যাস পাওয়ায় ও মেরামত হওয়ায় ২ নম্বর ইউনিট চালু করা হয়। কিন্তু তিন দিনের মাথায় ব্যাটারি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটল। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যাটারি বিস্ফোরণে পুড়ে গেছে। তবে বিস্তারিত ক্ষয়–ক্ষতির হিসাব এখনো জানা যায়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আগ ন ল গ ত ন বছর

এছাড়াও পড়ুন:

সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ।

বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে, সেনা সদরে তাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে জানানো হয়, সৌজন্য সাক্ষাৎকালে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া রাষ্ট্রদূত দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। 

সেনাবাহিনী প্রধান, সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মীর কর্মসংস্থানের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উভয় দেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ