এটা অবিশ্বাস্য হলেও সত্য, তিস্তা ব্যারাজ লালমনিরহাট জেলায় অবস্থিত হলেও এখানকার এক ইঞ্চি জমি এখনো এই ব্যারাজ থেকে সেচসুবিধা পাচ্ছে না। লালমনিরহাটের কৃষকেরা বাধ্য হয়ে বিদ্যুৎ ও ডিজেলচালিত পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ পানি তুলে সেচ দেন, যা অত্যন্ত ব্যয়বহুল। এতে কৃষকেরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে গিয়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

সেচ মৌসুমে জাতীয় পর্যায়েও বিদ্যুৎ ও জ্বালানির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এ জন্য লালমনিরহাট জেলার সম্ভাব্য সব কৃষিজমিতে তিস্তা ব্যারাজ থেকে সরাসরি সেচসুবিধা সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে।

জানা গেছে, সরকার ইতিমধ্যে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই মহাপরিকল্পনার আওতায় লালমনিরহাট জেলায় সেচসুবিধা সম্প্রসারণের বিষয়কে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী রেলপথের দুই পাশের ফাঁকা জায়গাকে খালে রূপান্তর করা যেতে পারে। এতে জমি অধিগ্রহণের জটিলতা ও খরচ কমে আসবে এবং সহজেই সেচসুবিধার সম্প্রসারণ সম্ভব হবে।

মো.

দেলোয়ার হোসেন

আহ্বায়ক, লালমনিরহাট জেলা আর্থসামাজিক উন্নয়ন গবেষণা মঞ্চ

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’

মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।

লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।

ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন

সম্পর্কিত নিবন্ধ