এটা অবিশ্বাস্য হলেও সত্য, তিস্তা ব্যারাজ লালমনিরহাট জেলায় অবস্থিত হলেও এখানকার এক ইঞ্চি জমি এখনো এই ব্যারাজ থেকে সেচসুবিধা পাচ্ছে না। লালমনিরহাটের কৃষকেরা বাধ্য হয়ে বিদ্যুৎ ও ডিজেলচালিত পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ পানি তুলে সেচ দেন, যা অত্যন্ত ব্যয়বহুল। এতে কৃষকেরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে গিয়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

সেচ মৌসুমে জাতীয় পর্যায়েও বিদ্যুৎ ও জ্বালানির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এ জন্য লালমনিরহাট জেলার সম্ভাব্য সব কৃষিজমিতে তিস্তা ব্যারাজ থেকে সরাসরি সেচসুবিধা সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে।

জানা গেছে, সরকার ইতিমধ্যে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই মহাপরিকল্পনার আওতায় লালমনিরহাট জেলায় সেচসুবিধা সম্প্রসারণের বিষয়কে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী রেলপথের দুই পাশের ফাঁকা জায়গাকে খালে রূপান্তর করা যেতে পারে। এতে জমি অধিগ্রহণের জটিলতা ও খরচ কমে আসবে এবং সহজেই সেচসুবিধার সম্প্রসারণ সম্ভব হবে।

মো.

দেলোয়ার হোসেন

আহ্বায়ক, লালমনিরহাট জেলা আর্থসামাজিক উন্নয়ন গবেষণা মঞ্চ

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১০০০ গোল থেকে আর কত দূরে রোনালদো ও মেসি

একজনের বয়স ৪০, অন্যজনের ৩৮।

কিন্তু খেলা দেখে বোঝার উপায় নেই তাঁরা বুটজোড়া তুলে রাখার সময় পেরিয়ে এসেছেন। এখনো দুজনই ম্যাচের পর ম্যাচ গোল করে যাচ্ছেন, গোল করাচ্ছেন।
বলা হচ্ছে দুই চির তরুণের কথা। একজন ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যজন লিওনেল মেসি।

এই তো শনিবারও রোনালদো জোড়া গোল করেছেন আল নাসরের হয়ে, সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ৫-১ ব্যবধানের দাপুটে জয়ে। অন্যদিকে মেজর লিগ সকারে মেসি দুই গোল তো করেছেনই, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটা। তাঁর ম্যাজিকেই ইন্টার মায়ামি ৩-২ গোলে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে।

দুজনেই এগোচ্ছেন অবিশ্বাস্য এক মাইলফলকের দিকে—ক্যারিয়ারে ১০০০ গোল। রোনালদো কিছুটা এগিয়ে, মেসি তাঁর পিছু পিছু।

কার কত গোল

শনিবার রাতের জোড়া গোলের পর আপাতত রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা ৯৪৫। ১০০০ গোলের মাইলফলক থেকে তিনি আর মাত্র ৫৫ গোল দূরে। আল নাসরের হয়ে এই মৌসুমে ৫ ম্যাচ খেলে রোনালদো করেছেন ৪ গোল। এভাবে এগোতে থাকলে হয়তো এই মৌসুমেই তিনি সেই মাইলফলক ছুঁয়ে ফেলবেন পর্তুগিজ কিংবদন্তি। আর তা না হলেও পরের মৌসুমে তো প্রায় নিশ্চিত।

মেসির জন্য এই পথ এখনো কিছুটা দীর্ঘ। আপাতত তাঁর মোট গোল ৮৮২। ১০০০-এর মাইলফলক ছুঁতে তাঁকে আরও ১১৮টি গোল করতে হবে। ধারণা করা হচ্ছে, আরও প্রায় আড়াই মৌসুমে তিনি এই মাইলফলক ছুঁতে পারেন। এখন দেখার অপেক্ষা, মেসি কি ইন্টার মায়ামিতে থেকেই সেই কীর্তি গড়েন, নাকি তাঁর নিজ দেশ আর্জেন্টিনায় ফিরে গিয়ে!

আরও পড়ুনবার্সেলোনা যেভাবে ‘দেশি’, রিয়াল মাদ্রিদ ‘বিদেশি’২০ সেপ্টেম্বর ২০২৫ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল

ফুটবলের ঐতিহাসিক তথ্য ও পরিসংখ্যান নিয়ে কাজ করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। তাদের গবেষণা অনুযায়ী, এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ের পেশাদার ফুটবলে ৫০০ বা এর বেশি গোল করেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা ২৬ জন। তাঁদের মধ্যে এক ও দুই নম্বর নামটা তো খুবই অনুমিত—রোনালদো ও মেসি।

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি যখন জাতীয় দলের জার্সিতে মুখোমুখি

সম্পর্কিত নিবন্ধ