গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। হত্যার পর মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত। পরে এ ঘটনায় ক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ সুইটি আক্তার (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আফসারুল ইসলামের মেয়ে।

প্রায় দেড় বছর আগে তার বিয়ে হয় মো.

নূরুল ইসলামের (৩৫) সঙ্গে। নূরুল ইসলাম একই এলাকার মো. শাহজাহান মৃধার ছেলে। দাম্পত্য জীবনে তাদের চার মাস বয়সী একটি কন্যাশিশু রয়েছে।

স্থানীয়রা জানান, মাদকাসক্ত নূরুল ইসলাম প্রায়ই স্ত্রী সুইটির ওপর অমানবিক নির্যাতন চালাতেন। ঘটনার দিনও বর্বরভাবে ইট দিয়ে আঘাত করে এবং গলা টিপে ধরে সুইটিকে। সুইটির মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

নিহত সুইটির মামা জসিম শেখ শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের দুটি বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। 

মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ছয়টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুস ছামাদ বলেন, “একটি নিরপরাধ মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার ওপর দীর্ঘদিন ধরে চালানো হচ্ছিল অমানবিক নির্যাতন। এ হত্যাকাণ্ডের জন্য শুধু ঘাতক স্বামী নয়, তার পরিবারও সমানভাবে দায়ী।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “হত্যার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত নূরুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

ঢাকা/রফিক/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

‘সরকারের দ্বিতীয় পর্ব শুরু, প্রধান কাজ ভালো নির্বাচন’

অন্তর্বর্তী সরকার মনে করছে, তাদের প্রথম পর্ব শেষ এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা ভালো একটি নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

আরো পড়ুন:

‘আলোকিত স্বার্থবোধের’ ভিত্তিতে পররাষ্ট্রনীতি নিয়েছি আমরা: তৌহিদ হোসেন

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণ ভাষণ

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা সরকারের সব পর্যায়ের কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সংস্কার ও বিচারের কাজও চলতে থাকবে।”

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এর মধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। এর মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে।”

“তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন দ্বিতীয় অধ্যারয়ে প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা,” বলেন শফিকুল আলম।

এর বাইরে সংস্কার ও বিচারক কাজও গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেন জানান প্রেস সচিব।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ