পঞ্চগড়ে সীমান্ত পেরিয়ে ভারতের অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি এক কিশোর ও এক তরুণকে সাত ঘণ্টা পর ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের চান্দাপাড়া এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত পাঠায় বিএসএফ।

ফেরত পাঠানো দুই বাংলাদেশি হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার জুমাইনগর এলাকার সানোয়ার হোসেনের ছেলে রিয়াদুল ইসলাম (১৮) ও পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের এক কিশোর (১৪)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদুল সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল দুপুর ১২টার দিকে তিনি তাঁর স্বজন ওই কিশোরকে সঙ্গে নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় ঘুরতে যান। ছবি তোলার একপর্যায়ে তাঁরা বুঝতে না পেরে ভারতীয় অংশে প্রবেশ করেন। এ সময় ভারতের ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের চান্দাপাড়া ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে আটক দুজনের নাম-ঠিকানাসহ বিষয়টি বিজিবিকে জানানো হয়। বিজিবি পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়ে ওই সীমান্তে পতাকা বৈঠকের আহ্বান জানায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ঘুরতে গিয়ে অজান্তে ওই দুই বাংলাদেশি সীমান্ত অতিক্রম করেছিলেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দিয়েছে বিএসএফ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) পর পুলিশের মাধ্যমে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র উপজ ল র ব এসএফ

এছাড়াও পড়ুন:

রাঙামাটির জুড়াছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে মন চন্দ্র চাকমা (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ((৭ আগস্ট) সকালে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) বগাখালী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মন চন্দ্র চাকমাকে আটক করে।

আটক মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার বাসিন্দা এবং চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরো পড়ুন:

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ 

কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশীকে হস্তান্তর
  • রাঙামাটির জুড়াছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক