Prothomalo:
2025-09-24@13:30:10 GMT

আজ ড্র করলেই আরেক ইতিহাস

Published: 10th, August 2025 GMT

‎‎গত মাসে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার ছোটরাও সেই অপেক্ষায়।

‎আজ বেলা তিনটায় এএফসি অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় দল পর্যায়ে দুই দেশের র‍্যাঙ্কিংয়ের পার্থক্য ৮৩, আজ অনূর্ধ্ব–২০ দলের ম্যাচে বাংলাদেশ ড্র করতে পারলেই আফঈদা–সাগরিকারা গড়বেন আরেক ইতিহাস। প্রথমবারের অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপে জায়গা করে নেবে বাংলাদেশ।

এশিয়ার ৩৩টি দল নিয়ে বাছাইপর্ব চলছে আটটি গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের সেরা দল আর সেরা তিন রানার্সআপ জায়গা করে নেবে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মূল আসরে।

‎‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে ৬ পয়েন্ট পেয়েছে। একই দলগুলোকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার পয়েন্টও ৬। এমনকি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার গোল পার্থক্যও +১০। তবে বাংলাদেশ করেছে ১১ গোল, দক্ষিণ কোরিয়া ১০টি। এক গোল বেশি করায় দক্ষিণ কোরিয়াকে টপকে বাংলাদেশ এখন টেবিলের শীর্ষে।

দুই জয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–২০.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টাইমস স্কয়ারে ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান

নিউইয়র্কের টাইমস স্কয়ার সাজছে শারদীয় দুর্গাপূজার বর্ণিল আয়োজনে। সেই মঞ্চে এবার একসঙ্গে নাচবেন দুই বাংলার দুই তারকা— ঢালিউডের জায়েদ খান ও টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্তা।

আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বেঙ্গলি ক্লাব ইউএসএ আয়োজিত পূজা উৎসবের শেষ দিনটিতে থাকবে বিশেষ চমক। সেখানে দুই বাংলার জনপ্রিয় গানগুলোর সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করবেন জায়েদ-ঋতুপর্ণা জুটি।

জায়েদ খান রাইজিংবিডিকে জানান, “প্রথমবার কোনও পূজা উৎসবে পারফর্ম করতে যাচ্ছি। তাও আবার টাইমস স্কয়ারের মতো বিশ্বখ্যাত ভেন্যুতে। পাশাপাশি ঋতুপর্ণার সঙ্গে প্রথমবার একই মঞ্চে উঠতে যাচ্ছি— এটাও আমার জন্য বিশেষ আনন্দের।”

গত প্রায় এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। শুধু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, স্থানীয় ঠিকানা টেলিভিশনে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে একটি সেলিব্রিটি শো সঞ্চালনা করে ইতোমধ্যেই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

ঢাকা/রাহাত

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন বম শিক্ষার্থী
  • টাইমস স্কয়ারে ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান
  • ৭ কোটি ৮০ লাখ বছর আগে গ্রহাণুর আঘাতে কী ঘটেছিল পৃথিবীতে