পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪
Published: 10th, August 2025 GMT
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৮৪
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
আবেদনের বয়সসীমা: কোনো স্বীকৃত বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আর একটি নিয়োগ, ৫ পদে নেবে ১৫৪ জন৮ ঘণ্টা আগেআবেদনের বয়সসীমা০১–০৮–২০২৫ তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের কেবল অনলাইনে আবেদন ফরম পূরণ ও দাখিল করতে হবে। পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ৫০/– (পঞ্চাশ) টাকা অনলাইনে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুনদুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে০৭ আগস্ট ২০২৫আবেদনের শেষ তারিখআগামী ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, বিকেল চারটা পর্যন্ত।
আরও পড়ুনসমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, এইচএসসি থেকে স্নাতকোত্তরে আবেদন২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
“আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত
আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হলো ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আইইটি) সরকারি হাইস্কুল দাবা টুর্ণামেন্ট ২০২৫।
লজিক অব বাংলাদেশ’র আয়োজনে রোববার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় এই টুর্ণামেন্ট। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় "সুইস সিস্টেম ফরম্যাটে", মোট ৫ রাউন্ডে।
অনুষ্ঠানের "প্রধান অতিথি" হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রভাতি এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক দিলারা পারভীন, এবং বিদ্যুৎ বরুণ সাহা। তারা সবাই শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিনা আক্তার বলেন, “দাবা শুধুমাত্র একটি খেলা নয়, এটি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রতিযোগিতা শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও ক্রেস্ট। টুর্নামেন্টে মোট পাঁচ খেলায় চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশফাক শাফিন আহানাফ , প্রথম রানার আপ : আশরাফুল ইসলাম এবং দ্বিতীয় রানার আপ : মোঃ রোহান
আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করবে।
সবশেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।