‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে শাওন
Published: 10th, August 2025 GMT
দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিলেন অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
‘মুজিব’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার কয়েকটি ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনাসহ তৎকালীন সময়ের মন্ত্রীদের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি জুড়ে দিয়ে ১০ আগস্ট ফেসবুকে পোস্টটি করেন শাওন।
এই স্ট্যাটাসে অভিনেত্রী শাওন লেখেন, “এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে একই ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে। এই চটপটে মেয়েটাও আপুনি ডাকত। ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনো প্রায়ই কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত।”
আরো পড়ুন:
‘আমির আমাকে এক বছর ঘরে বন্দি করে রেখেছিল’
পুণ্যের জন্মদিনে মায়ের প্রার্থনা
কয়েকটি ঘটনা বর্ণনা করে শাওন লেখেন, “আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন। ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।”
পোস্ট শেষে হ্যাশ ট্যাগে শাওন লিখেছেন, “নাটক কম করো পিও।”
তিশাকে নিয়ে শাওনের এই ফেসবুক পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে এ বিষয়ে নুসরাত ইমরোজ তিশা কোনো মন্তব্য করেননি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হলো যুবককে
হাসপাতালে চিকিৎসকদের চেম্বারের সামনে রোগীর ভিড়। চিকিৎসক দেখানোর জন্য অপেক্ষমাণ নানা বয়সের লোকজন। এর মধ্যে চার–পাঁচজন তরুণ এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন সামনে। যুবক বারবার নিজেকে মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশ্যে এভাবে তুলে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালের নিচতলায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৪ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে বিনা বাধায় সবার সমানে দিয়ে চার থেকে পাঁচজন তরুণ ওই যুবককে টেনে নিয়ে যাচ্ছেন সামনে। তাঁর দুই হাত দুই পাশ থেকে ধরে রেখেছেন তরুণেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, তুলে নিয়ে যাওয়া যুবকের নাম মো. ফরহাদ। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার ছাত্রলীগের সাবেক নেতা। বর্তমানে চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। রোববার রাতে পাঁচলাইশ এলাকার একটি হাসপাতালের নিচতলায় তাঁকে দেখতে পেয়ে ঘিরে ফেলা হয়। পরে তাঁর দুই হাত ধরে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।
জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান দুপুরে প্রথম আলোকে বলেন, তুলে নিয়ে যাওয়া যুবককে রাতে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।