কলকাতায় প্রথমবারের মতো লোকাল এসি ট্রেন চালু
Published: 11th, August 2025 GMT
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রথমবারের মতো শীতাতপনিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালু হয়েছে। শিয়ালদহ থেকে নৈহাটি জেলার রানাঘাট পর্যন্ত চলবে ট্রেনটি। সময় লাগবে ১ ঘন্টা ২০ মিনিট। রোববার দুপুরে কলকাতার শিয়ালদহ স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
টিকিট কাটা যাবে সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক। ট্রেনটি এই লাইনের সব স্টেশনে থামবে। বিধাননগর (উল্টোডাঙ্গা), দমদম, সোদপুর, খড়দা, বারাকপুর, নৈহাটি, কাচড়াপাড়া, কল্যানী ও রানাঘাটে ওঠানামা করতে পারবেন যাত্রীরা।
চেন্নাই–এর ইন্টগ্রাল কোচ ফ্যাক্টরির তৈরি করা ট্রেনে ১২টি কোচ রয়েছে। প্রতি ট্রিপে ১ হাজার ১২৬ যাত্রী চলাচল করতে পারবেন। ট্রেনে রয়েছে সর্বাধিক আধুনিক ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন, এসি ট্রেন চালুর ফলে এই লাইনের মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। সোমবার থেকে রানাঘাট স্টেশন থেকে নিয়মিত ট্রেনের পরিষেবা শুরু হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ কলকাতার বিশিস্টজনেরা।
উদ্বোধনের পর সুকান্ত মজুমদার ট্রেনে করে দমদম স্টেশনে নামেন। এ সময় সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কিছু সমর্থক বিক্ষোভ করে। তারা ভোটার তালিকা সংশোধনের নিমিত্তে জারি করা এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদ করে। একই সঙ্গে দেশব্যাপী বাংলা ভাষা ও বাঙালী হেনস্তার প্রতিবাদ করেন।
এ সময় সুকান্ত মজুমদার জানিয়ে দেন, ‘বাংলায় এসআইআর হবেই। দম থাকলে আটকে দেখান।’
জবাবে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তারা এই রাজ্যে বাংলা ভাষা ও বাঙালী হেনস্তা ও এসআইআরের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কলক ত
এছাড়াও পড়ুন:
পোষা কুকুরে খেয়েছে পাসপোর্ট, প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়ের এ কী বিপদ
লিরয় কার্টারের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা প্রায় দুঃস্বপ্নে রূপ নিচ্ছিল। নিউজিল্যান্ডের জাতীয় রাগবি দল অল ব্ল্যাকসে ডাক পাওয়ার পর তিনি দেখেন—তাঁর পাসপোর্ট চিবিয়ে ফেলেছে পোষা কুকুর!
আর্জেন্টিনার বিপক্ষে রাগবি চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচ খেলতে নিউজিল্যান্ড দল আজ শুক্রবার দেশ ছাড়বে। সেই সফরের দলে প্রথমবার জায়গা পেয়েছেন হ্যামিলটনভিত্তিক চিফসের ইউটিলিটি ব্যাক কার্টার। স্কট রবার্টসনের ঘোষিত দলে নতুন মুখ চারজন, তাঁদেরই একজন তিনি।
দলে ডাক পাওয়া ছিল কার্টারের জন্য বড় চমক। প্রস্তুতি নিতে গিয়েই বাধল যত ঝামেলা।
ঘটনার বিবরণ দিয়েছেন কার্টার নিজেই, ‘পাসপোর্টটা বের করে ছবি তুলে দলের ম্যানেজারকে পাঠালাম। এরপর সেটা রেখে দিই বিছানার পাশের টেবিলে। আমার পার্টনার তখন জিমে, আর বাসায় একাই ছিল আমাদের কুকুরটা। করিডর পেরিয়ে সে উঠে পড়ে বিছানায়, এরপর পাসপোর্ট আর দাঁতের অ্যালাইনার—দুটোই চিবিয়ে ছ্যাবড়া বানিয়ে দিয়েছে।’