রংপুরে টাউন হল মিটিং করেছে এনআরবিসি ব্যাংক
Published: 11th, August 2025 GMT
এনআরবিসি ব্যাংকের রংপুর জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট ২০২৫) রংপুরের একটি হোটেলে এ মিটিং হয। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
মিটিংয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, সিএফও হারুনুর রশীদ, রাজশাহী ও রংপুর জোনাল হেড অসীম কুমার দাসসহ শাখা ও উপশাখার সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো.
এসময়, নিয়ন্ত্রক সংস্থার নিয়মনীতি মেনে স্বচ্ছভাবে ঋণ প্রদান ও ঋণ আদায়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন এবং সুশাসন ফিরিয়ে এনে মুনাফা ও গুণগত সম্পদ বৃদ্ধির আহ্বান জানান তিনি।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।”
তিনি উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাড়ানো, গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ঢাকা/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সভা
এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার। সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স এ তথ্য জানিয়েছে।
মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার সভায় কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় কোম্পানির ব্যবসা ও সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা কোম্পানির বিপণন ও ব্যবস্থাপনা দলকে ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কোম্পানির ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। কোম্পানির বর্তমান পরিচালকদের এক-তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন এবং পুনর্নির্বাচিত হন। এ ছাড়া সভায় ২০২৫ সালের জন্য কোম্পানির নিরীক্ষক নিয়োগ করা হয়।