মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর শেখ আনন্দবাসী গ্রামের মৃত আফসার শেখের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.

নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আনন্দবাস বিওপির আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৬১ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা। এ সময় একটি বাইসাইকেল ও একটি বাটন ফোন জব্দ করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে মুজিবনগর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করার জন্য কোম্পানি কমান্ডারের অনুকূলে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে গণভোজ, গ্রেপ্তার ২

ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মুবিজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/ফারুক/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

আমিনবাজারে পুলিশের তল্লাশি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিচারের রায়কে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরই অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশ পথ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

আরো পড়ুন:

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে বাড়ানো হয়েছে নিরাপত্তা

চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, ঢাকায় যান চলাচল স্বাভাবিক

পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য সাভারের আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেখানে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদেরকেও তল্লাশি করা হচ্ছে। 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, “পথচারী ও যাত্রীদের  নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। সাভারের আমিনবাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। নাশকতারোধে পুলিশের অভিযান চলছে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ