ঢালিউডের আলোচিত জুটি নায়ক জায়েদ খান আর নায়িকা মাহিয়া মাহি। তাদের প্রেমের গুঞ্জন যেন পুরোনো আখরোটের মতো—সময় যত যায়, ততই শক্ত হয়! একসঙ্গে দেখা গেলেই শুরু হয় ফিসফাস। প্রশ্ন উঠেছে—“আবার কী জমে উঠছে সেই প্রেম?” 

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ-মাহি। বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবিই যখন আলোচনা তৈরি করেছে, তখন শোনা গেল নতুন খবর—তারা নাকি হাজির হচ্ছেন এক ওয়েডিং সেলিব্রেশনে! আগামী ২৫ অক্টোবর মিশিগানে এই অনুষ্ঠানে পাশাপাশি দেখা যাবে তাদের। 

আরো পড়ুন:

বন্দীদের ফিরিয়ে না নিলে ভেনেজুয়েলা ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করবে: ট্রাম্প

রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

এর আগেও নানা প্রোগ্রামে একসঙ্গে হাজির হয়ে দর্শক-ভক্তদের কল্পনায় আগুন ধরিয়েছিলেন। হাসি-ঠাট্টা, আড্ডা আর উপস্থিতি মিলিয়ে তখন গুঞ্জন ছিল ‘টক অব দ্য টাউন’। তবে হঠাৎ করেই যেন সেই গুঞ্জনে ভাটা পড়ে। কিন্তু প্রেমের গল্প কি একেবারেই থেমে যায়? না!  

কিছুদিন আগে আবারো একসঙ্গে দেখা যায় মাহি-জায়েদকে। আমেরিকার এক ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে দুজনের হাসিমুখের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন ফিসফিসানি—“তাহলে কি পুরোনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?” 

অবশ্য, জায়েদ খান বলছেন, সবই নাকি ‘ভুয়া’ খবর! অন্যদিকে, ডিভোর্সের পর মাহি এখন আমেরিকাতেই থাকছেন। আর জায়েদ খানও বহুদিন ধরে সেখানে। 

প্রশ্ন একটাই—আসলেই কি শুধুই কাকতালীয়? না কি মিশিগানের সেই ওয়েডিং সেলিব্রেশন হতে যাচ্ছে এক নতুন গল্পের শুরু? 

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র চলচ চ ত র একসঙ গ গ ঞ জন

এছাড়াও পড়ুন:

পরপারে ভালো থেকো জুবিন: সোহম চক্রবর্তী

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। একাধারে গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। ভারতীয় বাংলা সিনেমার বেশ কিছু শ্রোতাপ্রিয় গানেও কণ্ঠ দিয়েছেন জুবিন। তার গানে ঠোঁট মিলিয়েছেন সোহম চক্রবর্তী। প্রিয় গায়ক, বন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এই নায়ক—

জুবিন গার্গ নেই! খবরটা শুনে বিশ্বাস করতে পারছি না। সামনে পূজা। উৎসবের আগে এমন অন্ধকার নেমে আসবে, কল্পনাও করতে পারেনি। সকাল থেকেই মনটা বেশ খারাপ। ভাবিনি এমন দুঃসংবাদ শুনতে হবে। জুবিনের সঙ্গে আমার তো কম স্মৃতি নেই। খুব মজার মানুষ ছিলেন। ভীষণ খোলামেলা। যখনই দেখা হতো, কোথা দিয়ে যে সময় কেটে যেত, বুঝতেই পারতাম না। 

আরো পড়ুন:

সংগীতশিল্পী জুবিন গার্গ মারা গেছেন

ফের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী মিথিলা

‘প্রেম আমার’ আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিনেমা। সেই সিনেমার জনপ্রিয় গান ‘বোঝে না সে বোঝে না’। জুবিনের গলায় সেই গান আজও সমান জনপ্রিয়। জুবিনের ‘ইয়া আলি’ আমার ভীষণ পছন্দের একটি গান। যখনই এই গানটা শুনতাম, মনে হতো কবে জুবিনের গাওয়া গানে লিপ দেব। ম্যানিফেস্ট করতাম, আমার জন্য অন্তত একটি গান জুবিন গায়। ঈশ্বর আমার কথা শুনেছেন। 

যখন জানতে পারলাম ‘প্রেম আমার’ সিনেমায় জুবিনের গাওয়া গানে লিপ দেব, ভীষণ আনন্দ হয়েছিল। খুব খুশি হয়েছিলাম। তারপর তো জুবিনের সঙ্গে আলাপ হলো, বন্ধুত্ব হলো। তারপর আমার বেশ কয়েকটি সিনেমায় জুবিন গান গাইলেন। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হলো। 

একসঙ্গে প্রচুর স্টেজ শো করেছি। যখনই আমরা একসঙ্গে স্টেজে উঠতাম, দর্শক ‘বোঝে না সে বোঝে না’ শুনতে চেয়েছেন। আর জুবিন আমাকে মাইকটা এগিয়ে দিতেন। আমার তো তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। জুবিনের সামনে গান গাইতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। 

আসামে যখনই বেড়াতে গিয়েছি, জুবিন বাড়িতে থাকলে আমার সঙ্গে দেখা করেছে। আসামে শো করতে গেলে, যেকোনো সমস্যায় জুবিনকে একটা ফোন করলেই ও সবরকমভাবে সাহায্য করেছে। তবে সম্পর্কের গায়েও তো ধুলো পড়ে। মাঝের বেশ কিছু বছর ওর সঙ্গে আমার যোগাযোগ ছিল না। তবে ওর কাজ সম্পর্কে খোঁজখবর রাখতাম।  

আমার সবচেয়ে বড় আফসোস কি জানেন? আমার আগামী একটি বাংলা সিনেমায় জুবিন গান গেয়েছেন। সেই সিনেমাটা মুক্তির অপেক্ষায়। ভেবেছিলাম হয়তো দেখা হবে। সেটা আর হলো না। আমি ওর বিদেহি আত্মার শান্তি কামনা করি। তুমি পরপারে ভালো থেকো জুবিন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • মুসলিম বিশ্বে আধুনিকতার ধারণা এল যেভাবে
  • পরপারে ভালো থেকো জুবিন: সোহম চক্রবর্তী
  • অক্ষয়-প্রিয়াঙ্কা কেন একসঙ্গে কাজ করেন না?
  • রাকসু নির্বাচনে লড়বেন স্বামী-স্ত্রী