লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৪ মার্কিন নাগরিক নিহত
Published: 22nd, September 2025 GMT
লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল রোববার ইসরায়েলের ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন শিশুসহ চারজন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে লেবানন সরকার।
রোববারের ওই হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিনত জবেইলে হিজবুল্লাহর একজন অপারেটরকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে।
এই হামলায় ‘কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিকও’ নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিরীহ ব্যক্তিদের কোনো ক্ষতি হয়ে থাকলে আইডিএফ দুঃখ প্রকাশ করছে। তারা যতটা সম্ভব ক্ষতি কমানোর চেষ্টা করে থাকে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।
একটি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেগুলো একটি মোটরসাইকেল ও একটি গাড়িতে আঘাত হানে। নিহত বাবা ও তাঁর তিন সন্তান গাড়িতে ছিল।গতকাল রোববারের হামলা নিয়ে লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বলেন, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে বাবাসহ তাঁর তিন সন্তান রয়েছে। তাঁরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক।
হামলায় নিহত শিশুদের মা গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজি।
আরও পড়ুনযুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ৮২২ মার্চ ২০২৫এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলি বাহিনী একটি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেগুলো একটি মোটরসাইকেল ও একটি গাড়িতে আঘাত হানে। নিহত বাবা ও তাঁর তিন সন্তান ওই গাড়িতে ছিলেন।
ইসরায়েলের এই হামলা ছিল একধরনের ভয় দেখানোর বার্তা, যা দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ফিরে আসতে শুরু করা আমাদের জনগণকে ভয় দেখাতে চালানো হয়েছে।.....নাওয়াফ সালাম, লেবাননের প্রধানমন্ত্রী
মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছেন। খুব সম্ভবত মোটরসাইকেল আরোহী হামলার লক্ষ্যবস্তু ছিলেন।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন।
লেবানিজ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইসরায়েলের এই হামলা ছিল একধরনের ভয় দেখানোর বার্তা, যা দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ফিরে আসতে শুরু করা আমাদের জনগণকে ভয় দেখাতে চালানো হয়েছে।’
আরও পড়ুনলেবানন থেকে কেন পিছু হটল ইসরায়েল২৯ নভেম্বর ২০২৪নাওয়াফ সালাম আন্তর্জাতিক সম্প্রদায়কে এভাবে বারবার আন্তর্জাতিক সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এ হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন।জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ গতকাল রোববার এক পোস্টে বলেছে, ‘দক্ষিণ লেবাননে এক পরিবারের তিন শিশুকে আকাশ থেকে হামলা চালিয়ে হত্যার ঘটনায় আমরা হতবাক ও ক্ষুব্ধ। শিশুদের ওপর এ হামলা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।’
ইউনিসেফ আরও বলেছে, কোনো শিশুর জীবন দিয়ে সংঘাতের মূল্য চোকানো কখনো উচিত না। প্রতিটি শিশুর সুরক্ষার জন্য অবিলম্বে শত্রুতা বন্ধ করতে হবে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তা সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা চালানো অব্যাহত রেখেছে।
আরও পড়ুনলেবাননের প্রধানমন্ত্রী হলেন আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নাওয়াফ সালাম ১৪ জানুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র র ইসর য় ল র ভয় দ খ
এছাড়াও পড়ুন:
শীর্ষ ১০ বৈজ্ঞানিক ভুল
বিখ্যাত বিজ্ঞানীদের অনেক ভুল আছে। বিজ্ঞানী আইনস্টাইন ভুল করে বলেছিলেন, পরমাণু থেকে কোনো শক্তি পাওয়া যাবে এমন সামান্যতম ইঙ্গিত নেই। পারমাণবিক যুগ শুরুর আগে তিনি এ কথা বলেছিলেন। বৈজ্ঞানিক অনুসন্ধানের নানা প্রক্রিয়ার মধ্যে নতুন নতুন তথ্য আবিষ্কার হয়। যেকোনো গবেষকই আপনাকে বলবেন বিজ্ঞানের অগ্রগতি হয় চেষ্টা ও ত্রুটির মাধ্যমে। যেখানে বেশির ভাগ কাজেই ত্রুটির মাধ্যমে এগিয়ে যেতে হয়। এক ধাপ এগিয়ে দুই ধাপ পিছিয়ে যাওয়াই যেন গবেষণার নীতিবাক্য। ত্রুটি ছাড়াও অনেক বড় বড় বৈজ্ঞানিক ভুল ইতিহাসে আলোচিত হয়। এসব ভুল কখনো কখনো অনিচ্ছাকৃত, আবার কখনো কখনো অনিচ্ছাকৃত নয় বলা যায়। বিখ্যাত জীববিজ্ঞানী স্টিফেন জে গোল্ড যুক্তি দিয়েছেন, বিজ্ঞানীরা যেন নিজেরাই নিজেদের প্রতারিত করেন। কখনো কখনো ভুল অত্যন্ত সৌভাগ্যজনক হতে পারে। ভুলের কারণেই একটি উন্মুক্ত পেট্রি ডিশ থেকে পেনিসিলিন আবিষ্কার হয়েছিল। এমনই কয়েকটি বৈজ্ঞানিক ভুলের তথ্য জেনে নিন।
ব্রিটিশদের মস্তিষ্কের শক্তি পরীক্ষা
১৯৯০–এর দশকে যুক্তরাজ্যের এডিনবার্গের ইনস্টিটিউট ফর অ্যানিমেল হেলথের বিজ্ঞানীরা গরু ও ভেড়ার প্রজাতি নিয়ে পরীক্ষা করেন। তাঁরা ২ লাখ পাউন্ড সরকারি অনুদান পান। পাঁচ বছর ধরে বিজ্ঞানীরা ভুলবশত ভেড়ার মগজের পরিবর্তে গরুর মগজ পরীক্ষা করছেন বলে ২০০১ সালে ধরা পড়ে।
বৈজ্ঞানিক ওয়াটারগেট
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ তদন্ত প্যানেল দেখেন, রোগ প্রতিরোধবিষয়ক বিজ্ঞানী থেরিজা ইমানিশি-কারি নোবেল পুরস্কার বিজয়ী ডেভিড বাল্টিমোরের সঙ্গে ১৯৮৬ সালের একটি গবেষণাপত্রের তথ্য জাল করেছিলেন। সেই গবেষণাপত্রে রোগ প্রতিরোধব্যবস্থার জিনগত পরিবর্তনের ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়।
ডায়েরি নিয়ে জালিয়াতি
অক্সব্রিজের ইতিহাসবিদ হিউ ট্রেভর-রোপার জার্মানভিত্তিক স্টার্ন ম্যাগাজিনে প্রকাশিত হিটলারের ডায়েরিকে খাঁটি বলে প্রমাণ করেছিলেন। পরে সেই ডায়েরি নকল বলে প্রমাণিত হয়।
পানি দিয়ে জ্বালানি সমস্যা
১৯৮৯ সালে ইউটা বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ স্ট্যানলি পনস ও মার্টিন ফ্লিশম্যান কোল্ড ফিউশন আবিষ্কার করে বিশ্বের জ্বালানি সমস্যার সমাধান করার দাবি করেন। তবে সেই থেকে কেউই পানির পারমাণবিক ফিউশনের মাধ্যমে জ্বালানি তৈরি করতে পারেননি।
হাবল স্পেস টেলিস্কোপ
নাসার বিজ্ঞানীরা পৃথিবীর ভিত্তিক লেন্সের চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি শক্তিশালী একটি লেন্স তৈরি করতে হাবল টেলিস্কোপ উৎক্ষেপণ করেন। ১৯৯০ সালের এপ্রিলে উৎক্ষেপণের পরপরই প্রধান আয়নাতে একটি গুরুতর নকশার ত্রুটি ধরা পড়ে। আয়নাটি মেরামতের জন্য নভোচারীর মাধ্যমে শত শত কোটি পাউন্ডের প্রয়োজন হয়।
এন-রে
বিজ্ঞানী রন্টজেন কর্তৃক এক্স-রে আবিষ্কারের কিছুদিন পর ফরাসি পদার্থবিজ্ঞানী রেনে ব্লন্ডলট এক নতুন ধরনের বিকিরণ আবিষ্কারের দাবি করেন। তবে মার্কিন পদার্থবিজ্ঞানী রবার্ট উড প্রকাশ করেন, এন-রে সামান্য বিভ্রম ছাড়া আর কিছুই নয়। উড এন-রে শনাক্তকরণ ডিভাইস থেকে প্রিজমটি সরিয়ে ফেলেন, যা ছাড়া যন্ত্রটি কাজ করতে পারত না। যদিও বিজ্ঞানী ব্লন্ডলটের সহকারীর দাবি ছিল তাঁরা এন-রে খুঁজে পেয়েছেন।
শিক্ষাগত মানদণ্ড নিয়ে বিতর্ক
১৯৬০-এর দশকে ব্রিটিশ মনোবিজ্ঞানী সিরিল বার্ট অভিন্ন যমজদের বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করেন। যমজদের শিক্ষাগত মান হ্রাস পাচ্ছে বলে দাবি করেন তিনি। বহু বছর পরে দেখা যায়, যমজদের মধ্যে এমন প্রভাব নেই।
পিল্টডাউন মানব
১৯১৩ সালে যুক্তরাজ্যে পিল্টডাউনের কাছে একটি স্থানে মানুষের দাঁতের মতো ক্ষয়প্রাপ্ত কুকুরের চোয়াল ও বানরের চোয়ালের অংশ পাওয়া যায়। ব্রিটিশ জীবাশ্ম বিজ্ঞানীরা খুলি ও চোয়ালকে বিবর্তন শৃঙ্খলে বানর ও মানুষের মধ্যেকার অনুপস্থিত সংযোগ বলে দাবি করেন। ১৯৫৩ সালে পিল্টডাউন মানবকে জালিয়াতি হিসাবে ঘোষণা করা হয়। মাথার খুলিটি ছিল আধুনিক ও বানরের চোয়ালের দাঁত ঘষে ক্ষয় করা হয়েছিল।
বিজ্ঞানী নিউটনের আলকেমি
স্যার আইজ্যাক নিউটনকে এককভাবে আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি তৈরি করেন বলে কৃতিত্ব দেওয়া হয়। তিনি আলকেমি নামের বিশেষ রহস্যময় রসায়নে বিশ্বাস করতেন। জীবনের বেশির ভাগ সময় ধরেই তিনি নিশ্চিত ছিলেন, সাধারণ ধাতুকে সোনায় রূপান্তর করা যাবে।
সমতল পৃথিবী
ক্রিস্টোফার কলম্বাস বহু বছর আগে পৃথিবী অভিযানের মাধ্যমে গোলাকার বলে প্রমাণ করেছিলেন। তারপরেও অনেকে বিশ্বাস করেন পৃথিবী সমতল। অনেকেই বিশ্বাস করেন, পৃথিবী আসলে প্যানকেকের মতো আকৃতির।
সূত্র: দ্য গার্ডিয়ান