রাশমিকা–বিজয়ের বিয়ের দিন পাকাপাকি, তবে...
Published: 6th, November 2025 GMT
ভালোবাসার মাসে বিয়ে করতে যাচ্ছেন দক্ষিণ ভারতের দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। পিঙ্কভিলা জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন এ দুই তারকা। গত মাসে হায়দরাবাদে ঘরোয়া আয়োজনে আংটি বদল করেছেন তাঁরা।
২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি বিয়ের গুঞ্জন চলছে বলে জানিয়েছে পিঙ্কভিলা। খবরে বলা হয়েছে, রাজস্থানের উদয়পুরের একটি জমকালো প্রাসাদে এই বিশাল বিবাহ অনুষ্ঠানটি হবে। তবে এই বিয়ের তারিখ ও স্থান সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গত ৩ অক্টোবর বিজয়ের হায়দরাবাদের বাড়িতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত পরিসরে দুজনের বাগ্দান সম্পন্ন হয়। তখন বিজয়ের টিম জানিয়েছিল, আগামী বছর বিয়ে করার পরিকল্পনা করছেন বিজয়-রাশমিকা, যা ফেব্রুয়ারির বিয়ের তারিখ নিয়ে চলতে থাকা গুজবের সঙ্গে মিলে যায়।
সম্প্রতি ‘থামা’ ছবির এক প্রচারণা সাক্ষাৎকারে রাশমিকা মান্দানাকে তাঁর বাগ্দান এবং বিয়ের গুঞ্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এর উত্তরে অভিনেত্রী শুধু হেসে বলেন, ‘সবাই তো এটা জানেই।’
কখনো সরাসরি নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি, বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা একে অপরকে উল্লেখ করেছেন ‘কাছের বন্ধু’ হিসেবে। দক্ষিণ ভারতের এই প্রেমিক যুগলকে নিয়ে ভক্ত-অনুসারীদের আগ্রহ এমনই যে প্রতিদিনই তাঁরা খবরের শিরোনামে থাকেন। তাই বহুবার তাঁদের বাগ্দান এমনকি গোপন বিয়ের খবরও হয়েছে। বলাই বাহুল্য, সবই কেবল গুজব ছিল।
সিনেমার দৃশ্যে রাশমিকা ও বিজয়। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব জয় র
এছাড়াও পড়ুন:
এলাকার নামেই সিনেমা—আবেগে ভাসলেন পাইকগাছার মানুষ
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে সিনেমা ‘দেলুপি’র জমজমাট প্রিমিয়ার প্রদর্শনী। বুধবার বিকেলে শুরু হওয়া এই আয়োজনে স্কুলমাঠ যেন পরিণত হয় এক উৎসবে।
বুধবার প্রিমিয়ার হলেও সিনেমা হলে ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। সারা দেশে মুক্তি পাবে ১৪ নভেম্বর। প্রিমিয়ার প্রদর্শনী ঘিরে স্থানীয় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিকেল থেকেই মাঠে ভিড় করেন শত শত দর্শক। অনেকের হাতে সিনেমার পোস্টার, কেউ–বা পরিবার–বন্ধুদের সঙ্গে অপেক্ষায় পর্দা ওঠার। চারপাশে তখন উৎসবের আবহ, আনন্দের কোলাহল। সিনেমা শেষে দর্শকদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। নিজেদের জীবনের গল্প বড় পর্দায় দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
দেলুটি গ্রামের বাসিন্দা শামীমা আক্তার বলেন, ‘আমাদের এলাকার নামেই সিনেমা—এটা ভাবতেই গর্ব লাগে। গল্পটা এত বাস্তব, যেন আমাদের জীবনেরই কথা বলা হয়েছে।’ স্থানীয় ৫ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য বদিয়ার রহমান বলেন, ‘ভাঙন ছিল আমাদের জীবনের অংশ। সেই কষ্টই এ সিনেমায় উঠে এসেছে। “দেলুপি” শুধু আমাদের গল্প নয়, অন্য উপকূলের অনেক মানুষের গল্পও বটে। আশা করি এই সিনেমা আমাদের দুর্দশার কথা আরও দূরে পৌঁছে দেবে।’
বুধবার প্রিমিয়ার হলেও সিনেমা হলে ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার