কুষ্টিয়ায় মা ও শিশুর লাশ উদ্ধার, সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা বলে ধারণা পুলিশের
Published: 7th, November 2025 GMT
প্রতীকী ছবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিভোর্সের গুঞ্জনের মাঝে হাসপাতালে মাহি
১৪ বছরের সংসার ভাঙার গুঞ্জনে আলোচনায় রয়েছেন ভারতীয় অভিনেত্রী মাহি ভিজ। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন মাহি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর জুম টিভির।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, টিভি অভিনেত্রী মাহি ভিজ জ্বরে আক্রান্ত; প্রচণ্ড ক্লান্তি অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
আরো পড়ুন:
সুজান খানের মা মারা গেছেন
সুলক্ষণা পণ্ডিত মারা গেছেন
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতাল থেকে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মাহি ভিজ। ভিডিও বার্তায় এই অভিনেত্রী বলেন, “আমার ডেঙ্গু, ম্যালেরিয়া ও টাইফয়েড পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে মারাত্মক ভাইরাল সংক্রমণে ভুগছি।”
মাহি ‘সেহর হোনে কো হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুটিং নিয়ে চিন্তায় পড়েছেন বলেও এ ভিডিও বার্তায় জানান মাহি।
কিছুদিন আগে গুঞ্জন চাউর হয়, ভেঙে যাচ্ছে ভারতীয় তারকা দম্পতি মাহি ভিজ ও জয় ভানুশালির ১৪ বছরের সংসার। এ খবর চাউর হওয়ার পরও নীরব ছিলেন এই দম্পতি। এর কিছুদিন পর খবর রটে, বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণের জন্য ৫ কোটি রুপি খোরপোষ দাবি করেছেন মাহি। এ নিয়ে শোবিজ অঙ্গনে জোর চর্চা শুরু হয়। ফলে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী মাহি ভিজ।
এর কয়েক দিন পর নীরবতা ভেঙে ‘বালিকা বধু’খ্যাত মাহি ভিজি একটি ভিডিও বার্তায় বলেন, “আমি কোথাও পড়েছি, আমি নাকি ডিভোর্স পেপারে সই করেছি, এখন আমাকে সেই কাগজ দেখান। আমরা যতক্ষণ না নিজেরা কিছু বলছি, ততক্ষণ আপনারা আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখেন না। আমি জানি, আমরা পাবলিক ফিগার। কিন্তু আমরা যা বলতে চাই, শুধু সেটাই বলব। বাড়িতে আমার অসুস্থ মা আর তিনটি সন্তান আছে। যার মধ্যে দুইজন এখন সবকিছু বোঝে। এমনকি, খুশি (কন্যা) আমাকে মেসেজ করে বলেছে, ‘মা, এসব কী হচ্ছে! ওরা কেন আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছে?’ এসব নিয়ে বাচ্চারা স্কুলেও প্রশ্নের মুখে পড়ছে।”
খোরপোষের বিষয়ে ক্ষুব্ধ মাহি ভিজ বলেন, “আমাদের বাঁচতে দিন। আমরা তারকা বলেই সবকিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে হবে, এমন নয়। কেউ লিখেছে, ‘আমি নাকি ৫ কোটি রুপি খোরপোষ চেয়েছি।’ আমি বা জয় কি এটা বলেছি? যখন প্রমাণ হাতে পাবেন, তখন কথা বলবেন। আমি তো ঠিকমতো জানিই না খোরপোষ কী!”
খানিকটা ব্যাখ্যা করে খোরপোষের বিষয়ে মাহি ভিজ বলেন, “আমার মতে, যদি একজন পুরুষ নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করে, তবে বিচ্ছেদের পর সেই অর্থে স্ত্রীর কোনো অধিকার নেই। খোরপোষ তখনই যুক্তিযুক্ত, যখন কোনো নারী সারাজীবন গৃহবধূ হিসেবে থেকেছেন এবং কখনো কাজ করেননি। কোনো নারী যদি কাজ করতে পারেন, তবে নিজেরই উপার্জন করা উচিত।”
স্বামীর প্রশংসা করে মাহি ভিজ বলেন, “এ বিষয়ে আমার মুখ থেকে না শোনা পর্যন্ত কোনো কিছু বিশ্বাস করবেন না। আমাদের, আমাদের সন্তানদের ও বাবা-মায়ের গোপনীয়তাকে সম্মান করুন। অনুরোধ করছি, আমাদের একা থাকতে দিন। যদি মনে করি কিছু জানাতে হবে, আমরা নিজেরাই বলব। জয় আমার পরিবার, সে সবসময় আমার পরিবারই থাকবে। সে আমার সন্তানের জন্য দারুণ বাবা এবং একজন অসাধারণ মানুষ।”
২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি ভিজ ও জয় ভানুশালি। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এ দম্পতির ‘তারা’ নামে একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন এই দম্পতি।
ঢাকা/শান্ত