নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
Published: 7th, November 2025 GMT
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও আধা ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেনবাগ উপজেলা সদরে এ কর্মসূচি পালন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কাজী মফিজুর রহমানের অনুসারীরা সেনবাগ উপজেলা পরিষদ এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদ গেট, সেনবাগ পাইলট উচ্চবিদ্যালয় এলাকা, প্রেসক্লাব মোড়, থানার মোড় হয়ে শহরের দক্ষিণ বাজারে যায়। সেখান থেকে মিছিলটি পুনরায় থানার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সড়কে অবস্থান নেন বিএনপির এসব নেতা-কর্মী। এতে শহরের প্রধান সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা ‘পরিবর্তন চাই, সেনবাগের মনোনয়ন’; ‘কাজী মফিজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘অবৈধ ঘোষণা, মানি না মানব না’—ইত্যাদি স্লোগান দেন।
দলীয় সূত্রে জানা গেছে, সেনবাগ বিএনপির রাজনীতিতে কাজী মফিজুর রহমান ও জয়নুল আবদিন ফারুকের দ্বন্দ্ব দুই দশকের বেশি সময় ধরে। কাজী মফিজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। নোয়াখালী-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে জয়নুল আবদিন ফারুকের নাম ঘোষণা করেছে বিএনপি। ফারুক এর আগে পাঁচবার নোয়াখালী-২ আসনে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র স নব গ উপজ ল
এছাড়াও পড়ুন:
গাজায় শিগগিরই বহুজাতিক বাহিনী মোতায়েন হচ্ছে: ডোনাল্ড ট্রাম্প
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিগগিরই বহুজাতিক বাহিন মোতায়েন করা হচ্ছে। এই বাহিনীতে সম্ভবত মিসর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা থাকবেন। এটিকে গাজার জন্য ট্রাম্পের যুদ্ধ-পরবর্তী শাসন পরিকল্পনার অংশ মনে করা হচ্ছে।
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এটা খুব শিগগিরই হতে চলেছে। গাজার পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সমস্যা নিয়ে আপনারা খুব বেশি কিছু শুনছেন না। আমি আপনাদের বলতে চাই, যদি হামাসের সঙ্গে কোনো সমস্যা হয়, তার জন্য দেশগুলো স্বেচ্ছায় এগিয়ে এসেছে।’
এই বহুজাতিক বাহিনীর কাজ হচ্ছে, গাজা উপত্যকায় যাচাই করা ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া এবং সহায়তা করা, যার পেছনে মিসর ও জর্ডানের সমর্থন থাকবে।
ট্রাম্প সতর্ক করে বলেন, গাজায় শান্তি সুদৃঢ় রয়েছে। হামাস যদি তার ভূমিকা পালন না করে, তবে তারা তাদের কাজের ফল ভোগ করবে।