গোঁফওয়ালা শাকিবকে দেখে ভক্তদের উল্লাস
Published: 7th, November 2025 GMT
একটি সুপারশপের সামনে দিয়ে বয়ে গেছে পাকা রাস্তা। তার ওপরে দাঁড়িয়ে অগণিত মানুষ। কখনো শিস বাজাচ্ছেন, কখনো ‘উই লাভ শাকিব খান’ বলে স্লোগান দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, শো রুমের শাটার ধীরে ধীরে উঠছে, অপর প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছেন। সময়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা লোকটিকে পুরোপুরি দেখা যায়, আর তাকে দেখেই উল্লাস করতে থাকেন উৎসুক জনতা। কারণ দাঁড়িয়ে থাকা লোকটি অন্য কেউ নেন, ঢালিউড কিং শাকিব খান।
আরো পড়ুন:
শাকিবের নায়িকা হতে ইধিকার ৩৮ লাখ টাকা পারিশ্রমিক দাবি?
‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলা নূর
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। তবে শাকিব খানকে একদম নয়া লুকে দেখা যায়। গোঁফওয়ালা শাকিব খানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরাও। দেলোয়ার নামে একজন লেখেন, “কিরে বাবা বয়স খালি কমে, বাড়ে না।” মুন্না লেখেন, “বস।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
কিছু দিন আগে প্রকাশিত হয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘সোলজার’ এর লুক; যা বিশেষভাবে নজর কাড়ে। সেই লুকেই শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি সুপারশপের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন শাকিব খান। তার যাওয়ার খবরে বনানীতে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা।
নিঃসন্দেহে বলা যায়, ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন শাকিব খান। বাংলা চলচ্চিত্রের শীর্ষ এই নায়ককে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র করছ ন
এছাড়াও পড়ুন:
নিউ ইয়র্ক-এর ফাস্ট লেডি ‘রামা দুয়াজি’
আমেরিকান রাজনীতিবিদ নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র জোহরান মামদানির প্রিয়তমা স্ত্রী রামা দুয়াজি। যার ব্যক্তিত্ব নিয়ে বিশ্ব মিডিয়ায় চলছে চুলচেরা বিশ্লেষণ। জোহরান মামদানির সঙ্গে এই শিল্পীর হিঞ্জ ডেটিং অ্যাপেই পরিচয়। ২০২৪ সালের অক্টোবরে মেয়র পদে প্রার্থিতা ঘোষণার ঠিক আগে তারা বাগদান সারেন চলতি বছরের ফেব্রুয়ারিতে লোয়ার ম্যানহাটনে তাদের বিয়ে হয়।
রামা দামাস্কে জন্মগ্রহণকারী একজন সিরিয়ান চিত্রকর এবং অ্যানিমেটর যিনি বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকেন। তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় থেকে communication design -এ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং নিউ ইয়র্ক সিটির স্কুল অফ ভিজ্যুয়াল আর্টস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
আরো পড়ুন:
রোমান সম্রাজ্ঞী মেসালিনাকে যেকারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো
সকালে গোসল করার উপকারিতা
দুয়াজির ইনস্টাগ্রামে দৃষ্টি দিলেই দেখা যায়- মধ্যপ্রাচ্যের নারী ও ফিলিস্তিনিদের দুর্দশা তার শিল্পকর্ম-এর অন্যতম উপকরণ। ব্যক্তিগত জীবনকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা প্রচার করেন নারামা দুওয়াজি একজন প্রতিভার শক্তিধর ব্যক্তিত্ব। বিমূর্ত আত্ম-প্রতিকৃতি, মধ্যপ্রাচ্যের দুর্দশার রাজনৈতিক চিত্র তার শিল্পে স্থান পায়। প্রতিটি কাজ তার আবেগ এবং মনের অবস্থা প্রতিফলিত করে।
তারচিত্রকল্পগুলো প্রায়শই একরঙা রঙে উপস্থাপন করা, তার ছবি এবং অ্যানিমেশনগুলি সৃজনশীল এবং স্বাধীনতার একটি শক্তিশালী অনুভূতি ধারণ করে।
সূত্র: লাইফস্টাইল এশিয়া
ঢাকা/লিপি