আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন সংবেদনশীল স্থানে নিরলসভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করে আসছেন। 

সীমিত স্বল্প বেতন, দীর্ঘ কর্মঘণ্টা, ক্যাম্প থেকে ডিউটি পোস্টে প্রতিকূল যাতায়াত ব্যবস্থা এবং সংবেদনশীল দায়িত্ব পালনের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তারা দিন-রাত পরিশ্রম করে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করে চলেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে আনসার সদর দপ্তর থেকে জানানো হয়, নানা সীমাবদ্ধতার মাঝেও এ বাহিনীর সদস্যরা তাদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে অবৈধ চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং অবৈধ পণ্য উদ্ধারসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। 

বিশেষ করে গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের আত্মত্যাগ ও দক্ষতা জাতির শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছে। অগ্নিকাণ্ডে আগুন নিভাতে গিতে বাহিনীর ২৫ জন সদস্য আহত হয়েছেন।

তবে অত্যন্ত দুঃখজনকভাবে উল্লেখ করতে হচ্ছে, গত ৬ নভেম্বর বিমানবন্দরের অভ্যন্তরে দায়িত্ব পালনরত এক অঙ্গীভূত আনসার সদস্যের কাছ থেকে পোশাকের ভেতর লুকানো অবস্থায় পুরোনো মডেলের ১৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার হয়েছে। 

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা নিঃসন্দেহে দুঃখজনক এবং বাহিনীর নীতি-আদর্শের পরিপন্থী। এ ঘটনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেছে। 

সংশ্লিষ্ট সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে। মহাপরিচালকের নির্দেশনায় বাহিনীর শৃঙ্খলাবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত যেকোনো সদস্যের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

তবে এটি একটি একান্ত বিচ্ছিন্ন ঘটনা, যা কোনোভাবেই পুরো বাহিনীর আদর্শ, পেশাদারিত্ব বা নিবেদনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। একজন সদস্যের অনৈতিক আচরণের দায় পুরো বাহিনীর ঘাড়ে চাপানো অনুচিত ও অযৌক্তিক।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গণমানুষের নিরাপত্তা, সেবা ও স্বার্থরক্ষায় প্রতিদিন নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সচেতন নাগরিক সমাজ আমাদের পাশে থেকে গঠনমূলক ভূমিকা রাখবেন, যেন এই বাহিনী আরো শক্তিশালী, সুশৃঙ্খল ও জনগণের কাঙ্ক্ষিত পেশাদার বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

ঢাকা/এমআর/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য র আনস র

এছাড়াও পড়ুন:

সড়ক বিভাজকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল শিশুর

নোয়াখালীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে তানু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা-মামাসহ আরো তিন যাত্রী।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে জেল শহরের উত্তর সোনাপুরের কারামতিয়া আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নিহত ২

কক্সবাজারে বেড়াতে গিয়ে নিহত ৫ নারীর দাফন সম্পন্ন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনাপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাইজদীর উদ্দেশে রওয়ানা দেয়। সোনাপুর-মাইজদী সড়কের উত্তর সোনাপুরে কারামতিয়া আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে শিশু তানু, তার মা-মামাসহ আরো তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু তানুকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/সুজন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ