জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে ব্যর্থতা একটি ‘নৈতিক ব্যর্থতা এবং মারাত্মক অবহেলা।’ বৃহস্পতিবাার ব্রাজিলের বেলেম শহরে কপ-৩০ জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেছেন।

গুতেরেস বলেছেন,  একটি অস্থায়ী পরিবর্তনও ‘প্রতিটি জাতির জন্য অনেক বেশি ধ্বংস এবং খরচের বোঝা টেনে আনতে করতে পারে। এটি বাস্তুতন্ত্রকে বিপর্যয়কর এবং অপরিবর্তনীয় পর্যায়ে নিয়ে যেতে পারে, কোটি কোটি মানুষকে বসবাসের অযোগ্য পরিস্থিতিতে ফেলতে পারে এবং শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বাড়িয়ে তুলতে পারে।”

তিনি জানান, জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো জলবায়ু স্থিতিশীল করার প্রচেষ্টাকে নিয়ে ‘জনসাধারণের সঙ্গে প্রতারণা করছে এবং অগ্রগতিতে বাধা দিচ্ছে।’

৩০ টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলার সময় গুতেরেস বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্যকে একটি বাসযোগ্য গ্রহের জন্য একটি ‘লাল রেখা’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, “এক ডিগ্রিরও বেশি তাপমাত্রার প্রতিটি ভগ্নাংশের অর্থ হল আরো ক্ষুধা, আরো স্থানচ্যুতি, আরো অর্থনৈতিক দুর্দশা এবং আরো বেশি প্রাণ ও বাস্তুতন্ত্রের ক্ষতি। প্রতি বছর ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা অর্থনীতিতে আঘাত হানবে, বৈষম্য আরো তীব্র করবে এবং অপরিবর্তনীয় ক্ষতি করবে - উন্নয়নশীল দেশগুলো এর সবচেয়ে বেশি ক্ষতি ঠেকাতে সবচেয়ে কম চেষ্টা করেছে। এটি সংহতি নয়। এটি নৈতিক ব্যর্থতা এবং মারাত্মক অবহেলা।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যৌথ বাহিনীর অভিযান সারা দেশে গ্রেপ্তার ১৯৪

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে নানা অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে ১৯৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

এই তথ্য তুলে ধরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ৩০ অক্টোবর ২০২৫ থেকে ৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করেছে।

আরো পড়ুন:

আবারো জেলেদের ধরে নিল আরাকান আর্মি

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

এসব যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ মোট ১৯৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে আইএসপিআর।

বৃহস্প‌তিবার (৬ নভেম্বর) দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার করা অপরাধীদের কাছ থেকে ৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭টি পিস্তল ম্যাগাজিন, ১২ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৮টি ককটেল, ২৩টি পেট্রোল বোমা, দেশি-বিদেশি মাদকদ্রব্য, দেশি-বিদেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটবর্তী সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ