অনলাইন জুয়ার এজেন্ট যবিপ্রবির ছাত্র গ্রেপ্তার
Published: 22nd, September 2025 GMT
অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আশিকুল হক অন্তুকে গ্রেপ্তার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। পুলিশ জানায়, অন্তু অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার পর সদর উপজেলার চুড়ামনকাটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়। অন্তু ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আমতলী গ্রামের এনামুল হকের ছেলে।
আরো পড়ুন:
শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির নেপথ্যে রাকসু বানচালের চেষ্টার অভিযোগ
২৫ তারিখেই রাকসু নির্বাচন চায় ছাত্রশিবির
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে অভিযান চালায়। এ সময় অন্তুসহ ৩-৪ জন ডিভাইসের মাধ্যমে অনলাইন জুয়ায় লিপ্ত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অন্তুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইলের বিভিন্ন লেনদেন ও ট্রানজেকশন বিশ্লেষণ করে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত।
ওসি জানান, অন্তু অবৈধ এজেন্ট হিসেবে জুয়া পরিচালনা করতেন এবং ‘আরমান খান’ নামে ফেসবুক আইডি থেকে জুয়ার বিজ্ঞাপন দিতেন।
ডিবি পুলিশের এএসআই আজহারুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় অন্তু এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) অন্তুকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিবু মণ্ডল বলেন, ‘‘অন্তুর সঙ্গে থাকা অন্যরাও জুয়ার সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে তাদের নাম ও ঠিকানা শনাক্ত করার কাজ চলছে।’’
যবিপ্রবির একটি সূত্র জানায়, আশিকুল হক অন্তু কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানার অনুসারী ছিলেন। তাকে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহিদ মশিউর রহমান হল থেকে বহিষ্কার করা হয়।
ঢাকা/রিটন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চাকসু নির্বাচন: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে চাকসু নির্বাচন কমিশন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
আরো পড়ুন:
চাকসু: হল ও হোস্টেল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২৪ প্রার্থী জয়ী
ডাকসু নির্বাচনে ১১ অনিয়মের অভিযোগ ছাত্রদলের
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চাকসু নির্বাচনে ভিপি পদে ২৩ জন, জিএস পদে ২১ জন, এজিএস পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, সহ-খেলাধুলা ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা পদে ১৬ জন, দপ্তর সম্পাদক পদে ১৮ জন, সহ-দফতর সম্পাদক পদে ১৩ জন, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ২০ জন, সহ-যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে ১১ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে ১৯ জন এবং নির্বাহী সদস্য পদে ৮০ জনসহ মোট ৪১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে স্বাক্ষরের ভুল, তথ্যের অসংগতি ও অন্যান্য কারণে চাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা থেকে ১৯ জনকে বাতিল করেছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, হল ও হোস্টেল সংসদে ১৪টি হল ও একটি হোস্টেলে মোট প্রার্থী হয়েছেন ৫০২ জন। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৫০২ জন। এতে প্রাথমিক তালিকায় বাদ পড়েনি কোনো প্রার্থী।
এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির বলেন, “আজ (সোমবার) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন তথ্যের ভুলের জন্য চাকসুতে ১৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। কেউ তথ্য ঘাটতি রেখেছেন, কেউ স্বাক্ষর করতে ভুলেছেন, আবার কারও অন্য সমস্যার কারণে প্রার্থিতা বাতিল হয়েছে। তবে নির্বাচন কমিশনের কাছে আপিলের মাধ্যমে প্রার্থীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন।”
তিনি বলেন, “প্রয়োজনে সংশোধন করে পুনরায় প্রার্থিতা বৈধ করার সুযোগও রাখা হয়েছে। আগামী ২৫ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”
ঢাকা/মিজান/মেহেদী