সার নীতিমালার খসড়ায় সংশোধন দাবি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের
Published: 29th, September 2025 GMT
নতুন সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা প্রণয়নের খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। নতুন খসড়ার কিছু সিদ্ধান্ত বিতরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। সেই সিদ্ধান্ত সংশোধনের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়।
আরো পড়ুন:
সার খাতে গ্যাসের দাম পুনর্নির্ধারণে গণশুনানি ৬ অক্টোবর
বিএনপি নির্বাচিত হলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড করা হবে: টুকু
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আকবর হোসেন নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানালেও খসড়ার কিছু সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছেন। তিনি বলেন, ‘‘ইউনিয়নভিত্তিক ৩ জন করে সার ডিলার নিয়োগের যে খসড়া প্রস্তুত করা হয়েছে, তা বিতরণ ব্যবস্থায় সুফল আনবে না। গত ৩০ বছর ধরে কোটি কোটি টাকা বিনিয়োগ করে নিরবচ্ছিন্ন সেবাদানকারী ডিলারদের বিপরীতে নতুন ডিলারদের অবকাঠামোগত ঘাটতি ও আর্থিক নিরাপত্তাহীনতা থাকবে।’’ এই কারণে তিনি ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানান।
খুচরা সার বিক্রেতাদের বিলোপের উদ্যোগ নিয়েও শঙ্কা প্রকাশ করেন আকবর হোসেন। তার মতে, ‘‘এই খুচরা বিক্রেতাদের মাধ্যমে প্রান্তিক কৃষকেরা বিভিন্ন সুবিধা পান। তাদের বিলোপ করা হলে গভীর শূন্যতা দেখা দিবে। এ সংকট নিরসনে বিএফএ’র সঙ্গে গ্রহণযোগ্য সমন্বয় জরুরি।’’
সংবাদ সম্মেলনে আকবর হোসেন ডিলারদের পরিবহন ও কমিশন খরচ বাড়ানোর দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘‘জ্বালানি তেলসহ আনুষঙ্গিক খরচ বহুগুণ বাড়ার পরও পরিবহন খরচ ও বিক্রয় কমিশন বৃদ্ধি হয়নি।’’ তিনি শিগগির কমিশন ও পরিবহন খরচ বৃদ্ধির দাবি জানান।
ভর্তুকি মূল্যের সারের ওপর ৫ শতাংশ উৎস কর নির্ধারণের সিদ্ধান্ত দ্রুত বাতিলের আহ্বান জানান তিনি। বাণিজ্যিক সংগঠনটির সভাপতি সতর্ক করে বলেন, ‘‘এই কর বহাল থাকলে সারের বাজারে অস্থিরতা সৃষ্টি হবে।’’
মাঠ পর্যায়ের মতামত গ্রহণের আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আকবর হোসেন বলেন, ‘‘সার ডিলার নীতিমালা-২০০৯ এর আলোকে নীতিমালা-২০২৫-এ প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা ও বিএফএ’র প্রতিনিধিদের মতামত গ্রহণ করা হোক। সকলের মতামত নিয়ে একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা সম্ভব।’’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি কাজী সেতাউর রহমান, সহ-সভাপতি দানিউল ইসলাম ও মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বিশ্বাস, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যরা।
ঢাকা/শিয়াম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ আকবর হ স ন ল ইসল ম
এছাড়াও পড়ুন:
এক ওভারে ৩১ রান, এমন কিছু আগে দেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা
রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখন হাবিবুর রহমানের। কাতারের দোহায় বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার আরেকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টিতে এক ওভারের বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের সেই রেকর্ডটায় অবশ্য আকবর আলীর অবদানই বেশি।
আজ বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসের শেষ ওভারে শেষ ৫ বলেই ছক্কা মেরেছেন আকবর। কিঞ্চিৎ শাহর করা ওভারের প্রথম বলে ১ রান নিয়ে আকবরকে স্ট্রাইক দেন হাবিবুর। সব মিলিয়ে ওঠে এক ওভারে ৩১ রান, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের নতুন রেকর্ড।
আগের রেকর্ডটা ছিল ৩০ রানের। দুবার বাংলাদেশের ব্যাটসম্যানরা ওভারে ৩০ রান করেছেন।
প্রথম ঘটনাটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রান তাড়ায় চতুর্থ ওভারে ৩০ রান তুলেছিলেন লিটন দাস ও সৌম্য সরকার। ক্যারিবীয় পেসার ওশান টমাসের করা ওভারে লিটন ২১ রান ও সৌম্য ৬ রান নেন, ৩ রান আসে অতিরিক্ত থেকে। ওভারের প্রথম ছক্কা মারেন লিটন, দ্বিতীয় বলে কোনো রান হয়নি, তৃতীয় বলে চার মারা লিটন চতুর্থ বলে রান নেননি। নো বল হওয়া পঞ্চম বলে চার মারেন লিটন। পরের বলে ফ্রি হিটে আরেকটি ছক্কা লিটনের। টমাস পরের বলটা করলেন ওয়াইড। পরের বলটা আবার নো, এবার ১ রান লিটনের। ফ্রি হিট শেষ বলটায় ছক্কা মেরে দেন সৌম্য।
আরও পড়ুন১৪ বলে ফিফটি, ৩৫ বলে ১০০, বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হাবিবুরের৫ ঘণ্টা আগেসর্বশেষ বিপিএলে শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরকে জেতানোর পর নুরুল হাসান