সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পানির ট্যাংকের পলেস্তারা খসে মো. সুমন হোসেন (৩৯) নামের এক আউটসোর্সিং কর্মীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সুমন হোসেন মাগুরার শ্রীপুর উপজেলার বিলনাথুর গ্রামের ইসলাম হোসেনের ছেলে। তিনি ওসমানী মেডিকেল মসজিদ কোয়ার্টারে থাকতেন।

আরো পড়ুন:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক হাজতির মৃত্যু

চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পুলিশ জানায়, দুপুরে মোবাইলে কথা বলতে বলতে মেডিকেল কলেজের ভেতর হযরত শাহজালাল ছাত্রাবাসের বিপরীতে পানির ট্যাংক সংলগ্ন বন্ধ থাকা একটি টিনশেডের দোকানের সামনে যান সুমন। হঠাৎ পানির ট্যাংকের পলেস্তারা খসে দোকানের ওপর পড়ে। পলেস্তারার আঘাতে তার মাথা থেঁতলে যায়। উপস্থিত লোকজন তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সুমনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন এবং দুপুরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন তারা।

হাসপাতালের কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা সংস্কারের উদ্যোগ নেয়নি। এর ফলে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘পানির ট্যাংকের পলেস্তারা খসে সুমনের মাথার ওপরে পড়লে তার মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালককে একাধিকাবর কল করলেও রিসিভ করেননি। অপরদিকে, উপ-পরিচালককে কল দিলে তার ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।

ঢাকা/নূর/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র পল স ত র

এছাড়াও পড়ুন:

গুগলের জেমিনি লাইভে নতুন পাঁচ সুবিধা চালু

কথোপকথনভিত্তিক এআই সেবা জেমিনি লাইভে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এখন আরও পাঁচটি নতুন সুবিধা ব্যবহার করতে পারবেন। গুগলের মতে, জেমিনি লাইভের এ পর্যন্ত সবচেয়ে বড় হালনাগাদ হিসেবে পাঁচটি নতুন সুবিধা যুক্ত হচ্ছে।

গুগল ব্লগে জানানো হয়েছে, নতুন সংস্করণে ব্যবহারকারীরা কথোপকথন নিয়ন্ত্রণে আরও বেশি স্বাধীনতা পাবেন। পাশাপাশি শেখার ক্ষেত্রেও যুক্ত হয়েছে আরও ব্যক্তিকেন্দ্রিক সুবিধা। কথোপকথন সুবিধায় শুধু শব্দের সমষ্টি নয়, কণ্ঠের ওঠানামা, বাক্যের ছন্দ ও স্বরের লুকানো অনুভূতি বাস্তব যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন হালনাগাদ জেমিনি লাইভকে মানুষের কথার বিভিন্ন সূক্ষ্ম বৈশিষ্ট্যকে আরও নিখুঁতভাবে বোঝার সক্ষমতা দিচ্ছে। গুগলের এআই বিভাগের নির্বাহী জশ উডওয়ার্ড জানান, নতুন মডেলের জেমিনি লাইভ ব্যবহার ও অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসবে।

এখন ব্যবহারকারীরা চাইলে জেমিনি লাইভকে ধীরে বা দ্রুত কথা বলতে নির্দেশ দিতে পারবেন। কোনো সংবেদনশীল বা জটিল আলোচনার সময় এআই স্বয়ংক্রিয়ভাবে আরও শান্ত ও কোমল স্বরে সাড়া দেবে। গল্পের বর্ণনায় স্বর, ছন্দ ও চরিত্রভেদে কণ্ঠনিয়ন্ত্রণ আরও পরিশীলিত হয়েছে। জেমিনি লাইভ এখন কাউবয় থেকে ককনি এ ধরনের নানা অ্যাকসেন্ট অনুকরণ করতে পারবে। ফলে ব্যবহারকারীরা আরও বৈচিত্র্যময় ও স্বতঃস্ফূর্ত কথোপকথনের অভিজ্ঞতা পাবেন।

এখন থেকে বিদেশি ভাষা শেখা বা সাহিত্যবিষয়ক পড়াশোনায় আরও ব্যবহার উপযোগী নির্দেশনা দেবে জেমিনি লাইভ। ব্যবহারকারীর শেখার ধরন, অগ্রগতি ও প্রয়োজন অনুযায়ী এআই তার পরামর্শের কাঠামো বদলে নেবে। চাকরির সাক্ষাৎকার, উপস্থাপনা ও ব্যক্তিগত আলোচনার আগে জেমিনি লাইভে অনুশীলন করা যাবে। গুগলের দাবি, এসব সুবিধা ব্যবহারকারীর আত্মবিশ্বাস বাড়াতে ও যোগাযোগদক্ষতা উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবে।

সূত্র: টেকরাডার

সম্পর্কিত নিবন্ধ