বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ঢাকার মহাখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় একযোগে ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল।

মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।

ক্যাম্পে আগত রোগীদের পরামর্শ দেন প্রফেসর ডা.

নাসির উদ্দিন আহমেদ (চিফ কার্ডিয়াক সার্জন), অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম (চিফ ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী (সিনিয়র ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুজ্জামান (সিনিয়র কার্ডিওভাসকুলার সার্জন) প্রমুখ।

এর পাশাপাশি দৈনিক প্রথম আলোর অফিস ও মহাখালী এসকেএস শপিং মলে বিশেষায়িত হার্ট ক্যাম্প করা হয় এবং একাধিক স্থানে স্ট্রিট ক্যাম্প করা হয়। এছাড়া, হৃদরোগ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কার্ডিয়াক ক্যারাভ্যান পুরো ঢাকা শহর প্রদক্ষিণ করে।

একই দিন ব্রাহ্মণবাড়িয়ার জেল রোডে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে স্থানীয়দের জন্য ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। সেখানে রোগীদের সেবা দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. নাজমুল হক।

ক্যাম্পে আগত রোগীরা হাসপাতালের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা সেবায় ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের সদস্যরা ৩০ শতাংশ ছাড় (শর্ত সাপেক্ষে) গ্রহণের সুযোগ পান।

ঢাকা/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউন ভ র স ল ম ড ক ল

এছাড়াও পড়ুন:

আমিনবাজারে পুলিশের তল্লাশি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিচারের রায়কে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরই অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশ পথ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

আরো পড়ুন:

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে বাড়ানো হয়েছে নিরাপত্তা

চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, ঢাকায় যান চলাচল স্বাভাবিক

পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য সাভারের আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেখানে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদেরকেও তল্লাশি করা হচ্ছে। 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, “পথচারী ও যাত্রীদের  নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। সাভারের আমিনবাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। নাশকতারোধে পুলিশের অভিযান চলছে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ