গাজীপুরে মেলায় হেলে পড়লো নাগরদোলা, আহত ৫
Published: 1st, October 2025 GMT
গাজীপুরের শিমুলতলীতে মেলার চলন্ত নাগরদোলা হেলে পড়ে পাঁচজন আহত হয়েছেন। পুলিশের দাবি, এই মেলা আয়োজনের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত স্থানে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় দুর্ঘটনাটি ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরো পড়ুন:
সাতক্ষীরায় গুড়পুকুর মেলা হচ্ছে না
শরীয়তপুরে হাসপাতালের সামনে মেলা, ডিসি-এসপিকে লিগ্যাল নোটিশ
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ করেই গাজীপুরের বিভিন্ন স্থানে নিয়ম কানুনের তোয়াক্কা না করেই মেলার আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কয়েকদিন আগে মাসব্যাপী মেলার এই আয়োজন করা হয়। শুরু থেকেই মেলা চত্বরে নাগরদোলা চলছিল। গতকাল বিকেল ৫টার দিকে নাগরদোলায় চড়েন ২৫-৩০ জন দর্শনার্থী। এসময় চলন্ত নাগরদোলা হেলে পড়ে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে মেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, “নিচে বালি থাকায় তা ডেবে গিয়ে নাগরদোলাটি হেলে পড়ে। সাধারণত বালির ওপর এতো বড় নাগরদোলা বসানোর নিয়ম নেই। কর্তৃপক্ষ কার অনুমতি নিয়ে এমন ঝুকিপূর্ণ এলাকায় নাগরদোলা বসিয়েছে তা তাদের জিজ্ঞেস করা উচিত।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুর হাসান বলেন, “মেলার অনুমতির জন্য আমাদের কাছে কেউ আবেদন করেননি। তাই আমরা কোন অনুমতি দেইনি।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম ল র খবর আহত ন গরদ ল
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫