গাজীপুরের শিমুলতলীতে মেলার চলন্ত নাগরদোলা হেলে পড়ে পাঁচজন আহত হয়েছেন। পুলিশের দাবি, এই মেলা আয়োজনের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত স্থানে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় দুর্ঘটনাটি ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো পড়ুন:

সাতক্ষীরায় গুড়পুকুর মেলা হচ্ছে না 

শরীয়তপুরে হাসপাতালের সামনে মেলা, ডিসি-এসপিকে লিগ্যাল নোটিশ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ করেই গাজীপুরের বিভিন্ন স্থানে নিয়ম কানুনের তোয়াক্কা না করেই মেলার আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কয়েকদিন আগে মাসব্যাপী মেলার এই আয়োজন করা হয়। শুরু থেকেই মেলা চত্বরে নাগরদোলা চলছিল। গতকাল বিকেল ৫টার দিকে নাগরদোলায় চড়েন ২৫-৩০ জন দর্শনার্থী। এসময় চলন্ত নাগরদোলা হেলে পড়ে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। 

এ বিষয়ে জানতে মেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, “নিচে বালি থাকায় তা ডেবে গিয়ে নাগরদোলাটি হেলে পড়ে। সাধারণত বালির ওপর এতো বড় নাগরদোলা বসানোর নিয়ম নেই। কর্তৃপক্ষ কার অনুমতি নিয়ে এমন ঝুকিপূর্ণ এলাকায় নাগরদোলা বসিয়েছে তা তাদের জিজ্ঞেস করা উচিত।” 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুর হাসান বলেন, “মেলার অনুমতির জন্য আমাদের কাছে কেউ আবেদন করেননি। তাই আমরা কোন অনুমতি দেইনি।”

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ল র খবর আহত ন গরদ ল

এছাড়াও পড়ুন:

আমিনবাজারে পুলিশের তল্লাশি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিচারের রায়কে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরই অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশ পথ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

আরো পড়ুন:

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে বাড়ানো হয়েছে নিরাপত্তা

চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, ঢাকায় যান চলাচল স্বাভাবিক

পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য সাভারের আমিনবাজারে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেখানে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদেরকেও তল্লাশি করা হচ্ছে। 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, “পথচারী ও যাত্রীদের  নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। সাভারের আমিনবাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। নাশকতারোধে পুলিশের অভিযান চলছে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ