মার্শ ঝড়ে বৃথা গেল রবিনসনের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার দাপুটে জয়
Published: 1st, October 2025 GMT
নিউ জিল্যান্ডের টিম রবিনসনের ঝলমলে সেঞ্চুরিও থামাতে পারল না অস্ট্রেলিয়াকে। আজ বুধবার (১ অক্টোবর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মিচেল মার্শের বিধ্বংসী ইনিংসে ভর করে ছয় উইকেট আর ২১ বল হাতে রেখেই জয় তুলে নিল অজিরা।
নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ৬ উইকেটে তোলে ১৮১ রান। এক প্রান্ত আগলে রেখে ঝড়ো ব্যাটিংয়ে অপরাজিত সেঞ্চুরি করেন টিম রবিনসন। তিনি ৬৬ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ১০৬ রান। এছাড়া ড্যারিল মিচেল ৩৪ ও বেভন জ্যাকবস করেন ২০ রান।
আরো পড়ুন:
স্টিডের জায়গায় ওয়াল্টার
নিউ জিল্যান্ডের ঘোরোয়া ক্রিকেট থেকে অবসরে ওয়াগনার
বল হাতে অস্ট্রেলিয়ার বেন ডারশুইস ৪ ওভারে ৪০ রান দিয়ে ২টি উইকেট নেন। জশ হ্যাজলউড ৪ ওভারে ২৩ রানে নেন ১টি উইকেট।
রান তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গি দেখায় অতিথিরা। ওপেনার মার্শ আর ট্রাভিস হেডের ব্যাট থেকে পাওয়ার প্লেতে আসে ৬৮ রান। হেড ৬টি চার মেরে ৩১ রান করে ফিরলেও মার্শ থামেননি। মাত্র ৪৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় খেলেন ৮৫ রানের বিধ্বংসী ইনিংস। যা কার্যত ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়।
হেডকে আউট করার পর ম্যাট হেনরি মার্শকেও ফেরান। তবে তখনই জয় হাতের মুঠোয় নিয়ে নেয় অজিরা। ম্যাট শর্ট (২৯), টিম ডেভিড (২১*) আর অ্যালেক্স কেরির (৭) ছোট ছোট অবদানই যথেষ্ট ছিল লক্ষ্য ছোঁয়ার জন্য। শেষ শট খেলেন মারকাস স্টয়নিস। তিনি প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন।
অস্ট্রেলিয়া এই সিরিজ খেলতে নেমেছে পূর্ণশক্তি ছাড়াই। প্যাট কামিন্স নেই, ক্যামেরন গ্রিনও বিশ্রামে। তবুও বল হাতে শুরুতেই ঝড় তোলেন জশ হ্যাজলউড আর বেন ডোয়ারশুইস। প্রথম দুই ওভারেই তুলে নেন তিনটি উইকেট। এরপর রবিনসনের একার প্রতিরোধেই ভরসা রাখতে হয় ব্ল্যাকক্যাপসদের।
অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে হ্যাজলউড সবচেয়ে সফল (৪ ওভারে ২৩ রানে ১ উইকেট)। এছাড়া স্পিনার অ্যাডাম জাম্পাও দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন (৪ ওভারে ২৭ রান, উইকেটশূন্য হলেও গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টি করেন)।
ম্যাচ শেষে অজি অধিনায়ক মার্শ বলেন, “সিরিজের শুরুটা জয় দিয়ে করতে পারা দারুণ ব্যাপার। ব্যাটিংয়ে আমাদের যথেষ্ট শক্তি আছে, আজ সেটা ভালোভাবে কাজে লেগেছে।”
অন্যদিকে কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল বলেন, “আমরা ব্যাটিংয়ে মোটামুটি লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিলাম। তবে মার্শ আর হেড যেভাবে শুরু করল, সেখানেই খেলা আমাদের হাত থেকে বেরিয়ে যায়।”
তিন ম্যাচ সিরিজে এখন অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে। শুক্রবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। আর রবিবার শেষ ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মার্শ ঝড়ে বৃথা গেল রবিনসনের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার দাপুটে জয়
নিউ জিল্যান্ডের টিম রবিনসনের ঝলমলে সেঞ্চুরিও থামাতে পারল না অস্ট্রেলিয়াকে। আজ বুধবার (১ অক্টোবর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মিচেল মার্শের বিধ্বংসী ইনিংসে ভর করে ছয় উইকেট আর ২১ বল হাতে রেখেই জয় তুলে নিল অজিরা।
নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ৬ উইকেটে তোলে ১৮১ রান। এক প্রান্ত আগলে রেখে ঝড়ো ব্যাটিংয়ে অপরাজিত সেঞ্চুরি করেন টিম রবিনসন। তিনি ৬৬ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ১০৬ রান। এছাড়া ড্যারিল মিচেল ৩৪ ও বেভন জ্যাকবস করেন ২০ রান।
আরো পড়ুন:
স্টিডের জায়গায় ওয়াল্টার
নিউ জিল্যান্ডের ঘোরোয়া ক্রিকেট থেকে অবসরে ওয়াগনার
বল হাতে অস্ট্রেলিয়ার বেন ডারশুইস ৪ ওভারে ৪০ রান দিয়ে ২টি উইকেট নেন। জশ হ্যাজলউড ৪ ওভারে ২৩ রানে নেন ১টি উইকেট।
রান তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গি দেখায় অতিথিরা। ওপেনার মার্শ আর ট্রাভিস হেডের ব্যাট থেকে পাওয়ার প্লেতে আসে ৬৮ রান। হেড ৬টি চার মেরে ৩১ রান করে ফিরলেও মার্শ থামেননি। মাত্র ৪৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় খেলেন ৮৫ রানের বিধ্বংসী ইনিংস। যা কার্যত ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়।
হেডকে আউট করার পর ম্যাট হেনরি মার্শকেও ফেরান। তবে তখনই জয় হাতের মুঠোয় নিয়ে নেয় অজিরা। ম্যাট শর্ট (২৯), টিম ডেভিড (২১*) আর অ্যালেক্স কেরির (৭) ছোট ছোট অবদানই যথেষ্ট ছিল লক্ষ্য ছোঁয়ার জন্য। শেষ শট খেলেন মারকাস স্টয়নিস। তিনি প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন।
অস্ট্রেলিয়া এই সিরিজ খেলতে নেমেছে পূর্ণশক্তি ছাড়াই। প্যাট কামিন্স নেই, ক্যামেরন গ্রিনও বিশ্রামে। তবুও বল হাতে শুরুতেই ঝড় তোলেন জশ হ্যাজলউড আর বেন ডোয়ারশুইস। প্রথম দুই ওভারেই তুলে নেন তিনটি উইকেট। এরপর রবিনসনের একার প্রতিরোধেই ভরসা রাখতে হয় ব্ল্যাকক্যাপসদের।
অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে হ্যাজলউড সবচেয়ে সফল (৪ ওভারে ২৩ রানে ১ উইকেট)। এছাড়া স্পিনার অ্যাডাম জাম্পাও দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন (৪ ওভারে ২৭ রান, উইকেটশূন্য হলেও গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টি করেন)।
ম্যাচ শেষে অজি অধিনায়ক মার্শ বলেন, “সিরিজের শুরুটা জয় দিয়ে করতে পারা দারুণ ব্যাপার। ব্যাটিংয়ে আমাদের যথেষ্ট শক্তি আছে, আজ সেটা ভালোভাবে কাজে লেগেছে।”
অন্যদিকে কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল বলেন, “আমরা ব্যাটিংয়ে মোটামুটি লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিলাম। তবে মার্শ আর হেড যেভাবে শুরু করল, সেখানেই খেলা আমাদের হাত থেকে বেরিয়ে যায়।”
তিন ম্যাচ সিরিজে এখন অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে। শুক্রবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। আর রবিবার শেষ ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ।
ঢাকা/আমিনুল