মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের ডিএসইর জরুরি বার্তা
Published: 5th, October 2025 GMT
সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ মশিউর সিকিউরিটিজ লিমিটেডের (ট্রেক নং-১৩৪) গ্রাহকদের জরুরি বার্তা দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
রবিবার (৫ অক্টোবর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
নগদ লভ্যাংশ পাঠিয়েছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স
সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
এতে বলা হয়েছে, মশিউর সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিএসইর উক্ত ট্রেকহোল্ডার কোম্পানির লেনদেন ও ডিপি ইতোপূর্বে স্থগিত করা হয়েছে। তাই কোম্পানির গ্রাহকরা তাদের বিও একাউন্টে রক্ষিত বিদ্যমান শেয়ার অন্য কোনো ট্রেকহোল্ডার কোম্পানিতে খোলা লিংক বিও হিসাবে নির্ধারিত ফরম (CDBL Form-16) পূরণসাপেক্ষে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিকিউরিটিজ লেনদেন থেকে সৃষ্ট পাওনা অর্থ অথবা শেয়ার প্রাপ্য থাকলে আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে “www.
এই বিষয়ে কোনো সহযোগিতার প্রয়োজন হলে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.-এর ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগে (ফোন নম্বর: ০২-৪১০৪০১৮৯-২০০-এর এক্সটেনশন ১৬৪১, ১৬৪২, ১৬৪৩, ১৬৪৪, ১৬৪৫ ও ১৬৪৫; অথবা মোবাইল নম্বর ০১৭১৩-২৭৬৪১৫, ০১৭১৩-৩৬৯৩৬৩, ০১৭১৩-৪২৫৮৩১, ০১৭৩০-৩৩১৮৬৬; অথবা Email: [email protected]তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ঢাকা/এনটি/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক উর ট জ র জন য
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, কমেছে লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
তবে, কয়েক মাস ধরে ধারাবাহিক পতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৮০০ পয়েন্টের ঘরে নেমেছে।
আগের কার্যদিবসের চেয়ে বুধবার ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। তবে বুধবার সকাল থেকেই ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেন হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০১ পয়েন্টে।
এদিন ডিএসই শরিয়াহ সূচক ১১.৭৪ পয়েন্ট বেড়ে ১০২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩১০টি কোম্পানির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।
এদিন ডিএসইতে মোট ৪২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৩২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৪.৯৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪১ পয়েন্টে, শরিয়াহ সূচক ৯.৭১ পয়েন্ট বেড়ে ৮৬৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৮.৬৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৫টি কোম্পানির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত আছে ১০টির।
সিএসইতে ৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ইভা