বাংলাদেশের শীর্ষ স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিনে ব্রাঞ্চ ম্যানেজার (নারী) নিয়োগ, বার্ষিক বেতন ১৪.৪ লাখ টাকা পর্যন্ত
Published: 6th, October 2025 GMT
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড ‘বায়োজিন কসমেসিউটিক্যালস’ দীর্ঘদিন অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, স্কিনকেয়ার প্রোডাক্ট, বিউটি সাপ্লিমেন্ট এবং ওয়েলনেস প্রোডাক্টে আস্থা বজায় রেখে কাজ করে আসছে। আধুনিক গবেষণা, ইনোভেটিভ প্রোডাক্ট এবং নারীর ক্ষমতায়নের প্রতি দৃঢ় বিশ্বাস থেকে এবার বায়োজিন নারী প্রার্থীদের জন্য লিডারশিপ রোলে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত করেছে।
চাকরির মূল তথ্যপদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (শুধু নারী)
বেতন: বার্ষিক ৬ লাখ থেকে ১৪ লাখ ৪০ হাজার টাকা (অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে)
সুবিধা: বছরে ১৪টি বোনাস (শর্ত সাপেক্ষে)
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ওয়ারী, ধানমন্ডি, শান্তিনগর, উত্তরা, বনানী, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ।
—বায়োজিনে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আবেদনে প্রার্থীর অনার্স/মাস্টার্স (ব্যবসায় প্রশাসন/ হসপিটালিটি/ জীববিজ্ঞান/ ফার্মাসিউটিক্যালস অগ্রাধিকার যোগ্য) ডিগ্রি থাকতে হবে;
—ন্যূনতম পাঁচ বছরের ম্যানেজারিয়াল অভিজ্ঞতা (স্কিনকেয়ার/বিউটি/ওয়েলনেস খাতে অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য) থাকতে হবে;
—পাশাপাশি শক্তিশালী নেতৃত্ব, বিক্রয় ও গ্রাহকসেবায় দক্ষ হতে হবে।
একজন বায়োজিন ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্ব হবে—
* ব্রাঞ্চের সার্বিক কার্যক্রম তদারকি ও ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন নিশ্চিতকরণ
* বিক্রয় বৃদ্ধি ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন
* টিমকে নেতৃত্ব, প্রশিক্ষণ ও সঠিকভাবে পরিচালনা
* প্রোডাক্টের মজুদ, হিসাব ও আর্থিক প্রতিবেদনের সঠিক ব্যবস্থাপনা
* কোম্পানির নিয়মনীতি ও নীতিমালা অনুসরণ নিশ্চতকরণ
* প্রোডাক্ট ও ট্রিটমেন্ট বিষয়ে দক্ষতা অর্জন করে গ্রাহকদের সঠিক সহায়তা প্রদান
বাংলাদেশের শীর্ষ স্কিনকেয়ার ব্র্যান্ডে লিডারশিপ রোলে কাজের সুযোগ, নারী নেতৃত্বকে মূল্যায়ন ও উৎসাহ প্রদান, আকর্ষণীয় বেতন ও বোনাস সুবিধা, পেশাগত উন্নতির সুযোগ এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ।
আবেদনের নিয়মআগ্রহীরা নির্ধারিত আবেদন লিংকে সরাসরি আবেদন করতে পারবেন। অথবা সিভি পাঠাতে পারেন [email protected] (Subject: Branch Manager Application)। ই–মেইলে আপনার সিভির সঙ্গে কভার লেটার এবং পোর্টফোলিও সংযুক্ত করতে হবে। অসমাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ: ৫ নভেম্বর ২০২৫।
দক্ষ ও আত্মবিশ্বাসী যেসব নারী স্কিনকেয়ার ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চান, তার জন্য বায়োজিন কসমেসিউটিক্যালস হতে পারে অন্যতম সেরা কর্মক্ষেত্র।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আবুধাবিতে রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে তৎপরতা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেনের সঙ্গে বৈঠকের পর এবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। এর লক্ষ্য—যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় মস্কো ও কিয়েভকে রাজি করানো।
আজ মঙ্গলবার আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাসচিব ড্যান ড্রিসকলের ওই বৈঠক হয়। যদিও এ বৈঠকের বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। গতকাল দুই পক্ষের মধ্যে আরও বৈঠকের কথা ছিল। সূত্রের বরাতে বৈঠকের বিষয়টি রয়টার্স নিশ্চিত করতে পারলেও, আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা যায়নি।
আজকের বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে কে অংশ নিয়েছিলেন, সেটিও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আবুধাবিতে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও ড্যান ড্রিসকল আলোচনায় বসতে পারেন। এ ছাড়া ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের কর্মকর্তারা আবুধাবিতে আলোচনার টেবিলে একত্র হতে পারেন।
সম্প্রতি ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনার বিষয়টি সামনে আছে। পরিকল্পনার অনেক দফা রাশিয়াঘেঁষা, ইউক্রেনের এমন অভিযোগের পর রোববার কিয়েভ ও ইউরোপের প্রতিনিধিদের সঙ্গে জেনেভায় আলোচনায় বসে ওয়াশিংটন। সেখানে পরিকল্পনায় কিয়েভকে রাজি করাতে কিছু পরিবর্তন আনা হয়। একই সঙ্গে দফা কমিয়ে ২৮ থেকে ১৯টি করা হয়।
এই শান্তি পরিকল্পনা নিয়ে মস্কোয় একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আজ তিনি বলেন, ট্রাম্পের তৈরি মূল পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তবে পরিকল্পনায় যদি কোনো সংশোধন আনা হয়, তাতে অবশ্যই গত আগস্টে আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের ‘চেতনা’র প্রতিফলন থাকতে হবে।
এদিকে প্রথমে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আপত্তি জানালেও সংশোধনের পর বেশ সন্তুষ্ট মনে হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপের পর তিনি বলেন, জেনেভায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর শান্তির ‘অনেক সম্ভাবনা’ দেখতে পাচ্ছে তাঁর দেশ।
আরও পড়ুনহয়তো ভালো কিছু ঘটছে: ট্রাম্প২৪ নভেম্বর ২০২৫পাল্টাপাল্টি তীব্র হামলা
যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে গতকাল সোমবার রাতভর পাল্টাপাল্টি তীব্র হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার হামলায় রাজধানী কিয়েভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। অপর দিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন।
ভলোদিমির জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেনকে লক্ষ্য করে ২২টি ক্ষেপণাস্ত্র ও ৪৬০টির বেশি ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন জ্বালানি স্থাপনা ও বেসামরিক ভবন লক্ষ্য করে রাশিয়া থেকে এসব হামলা চালানো হয়েছে।
আরও পড়ুনযুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র২৪ নভেম্বর ২০২৫