জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজনৈতিক দলগুলো এ সিদ্ধান্ত মেনে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ- ২০২৫’ খসড়ার সংশোধন প্রস্তাব নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘‘সংস্কার প্রক্রিয়া ধারাবাহিকভাবে চললে ভালো ফল আসবে। রাতারাতি বড় ধরনের পরিবর্তনের চিন্তা থেকে সবার বেরিয়ে আসা উচিত।’’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘সংবিধান কোনো ম্যাজিক নয় যে, এতে কিছু অন্তর্ভুক্ত করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমন ভাবা ভুল। নির্বাচিত সরকারই সংস্কারের ধারাকে এগিয়ে নিয়ে যাবে।’’ 

ঢাকা/এএএম//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ক্যাচ মিসেও ‘ভালো’ কিছু খুঁজে পান হাসান মাহমুদ

দিনের শুরুতেই টানা তিন ওভারে তিনটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। সারা দিনে ক্যাচ ছুটেছে আরও। যেকোনো দলের বোলারদেরই তাতে মন খারাপ হওয়ার কথা। টেস্টে একটা সুযোগ তৈরি করতে দরকার হয় অনেক পরিকল্পনা আর পরিশ্রমের।

ফিল্ডারদের ভুলে সুযোগ হাতছাড়া হলে কার–বা ভালো লাগে। লাগে না হাসান মাহমুদেরও। তবে সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছেন, ক্যাচ ছাড়ার পর তাঁরা কীভাবে ইতিবাচকতা খুঁজে নেন, সেই গল্প।

ক্যাচ পড়বেই। আমরা চেষ্টা করি এটাকে ইতিবাচক হিসেবে নিতে, (এটা ভাবি) সুযোগ তো তৈরি হচ্ছে। ফিল্ডাররা আরও প্রস্তুত থাকে পরের ক্যাচের জন্য। কিন্তু অবশ্যই ভালো লাগে না, ক্যাচ তো মিস হয়েছে।হাসান মাহমুদ, বাংলাদেশের পেসার

বাংলাদেশের পেসার হাসান বলেন, ‘এটা খেলারই অংশ, ক্যাচ পড়বেই। আমরা চেষ্টা করি এটাকে ইতিবাচক হিসেবে নিতে, (এটা ভাবি) সুযোগ তো তৈরি হচ্ছে। ফিল্ডাররা আরও প্রস্তুত থাকে পরের ক্যাচের জন্য। কিন্তু অবশ্যই ভালো লাগে না, ক্যাচ তো মিস হয়েছে। কিন্তু সবাই চেষ্টা করছে।’

প্রথম দিনে ৮ উইকেট পেয়েছে বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ