নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিল অটোরিকশা, চালক নিহত
Published: 10th, October 2025 GMT
চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের এক পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ দুর্ঘটনায় অটোরিকশাটির চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া বাইপাস সড়কের গাজীবাড়ির রাস্তার সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত চালকের নাম জালাল আহমদ (৬২)। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার মৃত কবির আহমদের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রয়েছে। দুর্ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একজন যাত্রী নিয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পটিয়া বাইপাস সড়কে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালক এবং যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।
পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার সকালে প্রথম আলোকে তিনি বলেন, লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাকের চালক পলাতক।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন
এছাড়াও পড়ুন:
সংসদের প্রথম অধিবেশনের মধ্যে নয়, ‘যথাশিগগির সম্ভব’ উল্লেখ করার পরামর্শ বিএনপির
জুলাই সনদের বিষয়ে সাংবিধানিক ক্ষমতা জনগণের কাছ থেকেই আসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘জনগণের সেই ক্ষমতা প্রয়োগের মাধ্যম হবে গণভোট। গণভোটের মাধ্যমে জনগণ যদি সনদ অনুমোদন করে, তাহলে পরবর্তী সংসদের দায়িত্ব হবে সনদের ঘোষিত দফাগুলো বাস্তবায়ন করা।’
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনা শেষে বুধবার রাতে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণ যেটা অনুমোদন দেবে, সেটা সংসদের ওপর বাধ্যতামূলক ম্যান্ডেট তৈরি করবে।’ তবে তিনি এটাও স্পষ্ট করেন, এর মানে এই নয় যে পরবর্তী সংসদ অন্য কোনো সংস্কার করতে পারবে না—তবে জুলাই সনদের ধারাগুলো অবশ্যই গ্রহণ করতে হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনের মধ্যেই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা দিলে তা বাস্তবে জটিল হতে পারে। তিনি প্রস্তাব দেন, ‘যথাশিগগির সম্ভব’ বাক্যটি উল্লেখ করে সংসদকে প্রয়োজনীয় সময় দেওয়ার সুযোগ রাখতে হবে, যাতে নিয়ম পরিবর্তন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা যায়। তিনি জানান, দ্বিতীয় সংসদ গঠন বা সেকেন্ড হাউস প্রতিষ্ঠার বিষয়টি সনদ গৃহীত হওয়ার পরই বিবেচনা করা যেতে পারে।
জুলাই সনদের বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, ৮ অক্টোবর ২০২৫