বন্দরে কোটি টাকার চোরাই ড্রেজার কাটিং করে বিক্রয়ের চেষ্টা
Published: 7th, November 2025 GMT
নারায়ণগঞ্জের বন্দরে কোটি টাকা মূল্যের চোরাই ড্রেজার কাটিং করে বিক্রয়ের চেষ্টার অভিযোগে জব্দ করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কলাগাছিয়ার মোহনপুর মাজহারুলের ডক থেকে পুলিশ ওই কাটিং ড্রেজারটি জব্দ করে।
সংঘবদ্ধ একটি চোরাই চক্র ড্রেজারটি চুরি করে মাজহারুলের ডকে এনে কাটিং করে স্ক্র্যাব হিসেবে বিক্রির প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে ড্রেজারটি জব্দ করে। ডক মালিক মাজহারুলের জিম্মায় রেখে আসে।
এ ব্যাপারে ডক মালিক মাজহারুল জানান, গত বুধবার রাতে বিএনপির নামধারী মিনহাজ, মিঠু, পাপ্পু, জসিম ও হুমায়ূনরা ২৪ ইঞ্চি ডায়ার একটি কাটিং ড্রেজার তার ডকে নিয়ে আসে। পরদিন গত বৃহস্পতিবার তারা ট্রেজারের বিভিন্ন অংশ কাটিং করে ট্রাকে তুলে নিয়ে যায়।
ওই সময় পুলিশ আসলে তারা কাটিং ফেলে পালিয়ে যায়। পুলিশ, ধাওয়া করেও তাদের ধরতে পারেনি। পরে গতকাল শুক্রবার সকালে তারা পুনরায় কাটিং করতে থাকলে দুপুরে পুলিশ এসে ড্রেজারটি জব্দ তালিকা করে যায়।
এ বিষয়ে কথিত বিএনপি নেতা পাপ্পুকে ফোন দিলে তিনি পরে কথা বলবে বলে ফোন কেটে দেয়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, কলাগাছিয়ার মোহনপুরে মাজহারুলের ডকের ডকে একটি চোরাই ড্রেজার কাটিং করা হচ্ছে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে ড্রেজারটি জব্ধ করে।
তবে ড্রেজারের মালিককে এখনো পাওয়া যায়নি। মালিকের সন্ধ্যান করা হচ্ছে। কিভাবে বা কোথা থেকে ড্রেজারটি এখানে আনা হলো তা তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে মাজহারুলের ডকটি অবৈধ বলে জানিয়েছে স্থানীয়রা। মাজহারুলও তার ডকের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
স্থানীয়রা বলেন, এ ডকে এর আগেও বেশ কিছু ছোট জাহার কেটে বিক্রি করা হয়েছে। তা চোরাই কিনা জানা নেই।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
গিয়াসউদ্দিনের শোভাযাত্রায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস'র যোগদান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সহস্রাধিক গাড়ি নিয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিনের মূল শোভাযাত্রায় অংশগ্রহন করেছে করেছে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড থেকে এই গাড়িবহরের শোভাযাত্রাটি শুরু হয়ে বটতলী এলাকায় মূল শোভাযাত্রায় যোগদান করে।
সিদ্ধিরগঞ্জ থানা জাসাস'র আহ্বায়ক মোঃ শামীম আহমেদ ঢালী ও সদস্য সচিব মোঃ আকাশ প্রধান এর নেতৃত্বে যোগদান করা জাসাস এর গাড়িবহরে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপতি মোঃ স্বপন চৌধুরী।
শোভাযাত্রায় সহস্রাধিক গাড়ি ছাড়াও অসংখ্য মোটরসাইকেল অংশগ্রহন করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস সহ ১০ ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে সিদ্ধিরগঞ্জের রাজপথ মুখরিত করে তোলে।