শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
Published: 7th, November 2025 GMT
কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পেয়ে আবারও আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি তুলে ধরা হয়েছে। এগুলো হলো-
১.
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করা এবং
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
আরো পড়ুন:
ঢাবি প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষকের পদ বাতিল
আন্দোলনে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ আরো কয়েকটি শিক্ষক সংগঠন।
দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের লক্ষ্য কমপক্ষে ২০ হাজার শিক্ষককে এই আন্দোলনে অংশগ্রহণ করানো।
এদিকে, মন্ত্রণালয়ের কর্মকর্তারাও শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে জানা গেছে।
ঢাকা/আসাদ/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গিয়াসউদ্দিনের শোভাযাত্রায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস'র যোগদান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সহস্রাধিক গাড়ি নিয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিনের মূল শোভাযাত্রায় অংশগ্রহন করেছে করেছে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড থেকে এই গাড়িবহরের শোভাযাত্রাটি শুরু হয়ে বটতলী এলাকায় মূল শোভাযাত্রায় যোগদান করে।
সিদ্ধিরগঞ্জ থানা জাসাস'র আহ্বায়ক মোঃ শামীম আহমেদ ঢালী ও সদস্য সচিব মোঃ আকাশ প্রধান এর নেতৃত্বে যোগদান করা জাসাস এর গাড়িবহরে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপতি মোঃ স্বপন চৌধুরী।
শোভাযাত্রায় সহস্রাধিক গাড়ি ছাড়াও অসংখ্য মোটরসাইকেল অংশগ্রহন করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস সহ ১০ ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে সিদ্ধিরগঞ্জের রাজপথ মুখরিত করে তোলে।