দীর্ঘ জীবন ধরে এক অসমাপ্ত প্রেমের কাহিনিকে বুকে আগলে রেখেছিলেন গায়িকা-অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত। মঙ্গলবার মুম্বাইয়ে ৭১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। আর তাঁর এই মৃত্যু ঘিরে এক বিস্ময়কর কাকতালীয় ঘটনা সামনে এসেছে, ৪০ বছর আগে ঠিক এই দিনে প্রয়াত হয়েছিলেন তাঁর জীবনের একমাত্র প্রেম, অভিনেতা সঞ্জীব কুমার।
দুজন বেঁচে থাকতে সেই প্রেম পূর্ণতা পায়নি, বারবার প্রেমে প্রত্যাখ্যাত হয়েও সঞ্জীব কুমারের প্রতি ভালোবাসা কখনো ম্লান হয়নি সুলক্ষণার। সেই একতরফা প্রেমের মর্যাদা রেখেই তিনি আজীবন থেকে যান অবিবাহিত। অবশেষে ভাগ্যের এক অদ্ভুত খেলায়, যে মানুষটির বিরহে তিনি আজীবন কাটালেন, তাঁরই মৃত্যুবার্ষিকীতে পাড়ি দিলেন না–ফেরার দেশে।

‘উলঝন’ ছবির দৃশ্যে সঞ্জীব কুমার ও সুলক্ষণা পণ্ডিত.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‎গিয়াসউদ্দি‌নের শোভাযাত্রায় সি‌দ্ধিরগঞ্জ থানা জাসাস'র যোগদান

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সহস্রা‌ধিক গা‌ড়ি নি‌য়ে মুহাম্মদ গিয়াসউদ্দি‌নের মূল শোভাযাত্রায় অংশগ্রহন ক‌রে‌ছে ক‌রে‌ছে সি‌দ্ধিরগঞ্জ থানা জাসাস।

‎শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ‌সি‌দ্ধিরগ‌ঞ্জের ৭নং ওয়ার্ড থেকে এই গা‌ড়িবহ‌রের শোভাযাত্রা‌টি শুরু হয়ে বটতলী‌ এলাকায় মূল শোভাযাত্রায় যোগদান ক‌রে।

‎সি‌দ্ধি‌রগঞ্জ থানা জাসাস'র আহ্বায়ক মোঃ শামীম আহমেদ ঢালী ও সদস্য সচিব মোঃ আকাশ প্রধান এর নেতৃত্বে যোগদান করা জাসাস এর গা‌ড়িবহ‌রে প্রধান অ‌তি‌থি ছি‌লেন নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপ‌তি  ‌মোঃ স্বপন চৌধুরী।

‎শোভাযাত্রায় সহস্রাধিক গা‌ড়ি ছাড়াও অসংখ্য মোটরসাইকেল অংশগ্রহন ক‌রে। এসময় সি‌দ্ধিরগঞ্জ থানা জাসাস সহ ১০ ওয়া‌র্ডের সভাপ‌তি ও সাধারন সম্পাদক সহ অসংখ‌্য নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বি‌ভিন্ন স্লোগা‌নে স্লোগা‌নে সি‌দ্ধিরগ‌ঞ্জের রাজপথ মুখ‌রিত ক‌রে তো‌লে।

সম্পর্কিত নিবন্ধ