সাংবাদিক শামছুর ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত জিডি প্রত্যাহার
Published: 11th, November 2025 GMT
সাংবাদিক শামছুর ইসলামের বিরুদ্ধে নেত্রকোনার সাবেক ডিসি বনানী বিশ্বাসের উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক জিডি পত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মরত সাংবাদিরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা।
আরো পড়ুন:
বাংলাদেশের গণমাধ্যমে তথ্য বিকৃতি, মিসকোটিং-এর মহামারি চলছে: প্রেস সচিব
খুলনায় সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত
এ সময় রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, “সাংবাদিকদের বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা সমাজের দর্পণ। কিন্তু বারবার আমাদের সাংবাদিকদের দাবি নিয়ে প্যারিস রোডে বা ঢাকা প্রেসক্লাবের সামনে দাঁড়াতে হচ্ছে। আমাদের দেশে যদি সাংবাদিকদের নিরাপত্তা না থাকে তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? পূর্বের ফ্যাসিস্টরা সাংবাদিকদের কার্যক্রম বন্ধ রাখতে চেয়েছে।”
তিনি আরো বলেন, “নেত্রকোনার সাবেক ডিসির বিরুদ্ধে যে অভিযোগ, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। কিন্তু তাকে শুধু অপসারণ করা হয়েছে। একজন দুর্নীতিবাজ আমলাকে বহিষ্কার না করে অপসারণ নব্য ফ্যাসিস্টের লক্ষণ। তিনি দুই-চার বছর পর আবার বড় পদে বহাল হবে না, তার নিশ্চয়তা নেই।”
দৈনিক মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত বলেন, “সাংবাদিক শামসুল আলম ছাত্র জীবনে রাবিতে সাংবাদিকতা করতেন। আমরা তার সাহসিকতা দেখেছি এবং জানি। তৎকালীন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অস্ত্রের ঝনঝানির বিরুদ্ধে তিনি রিপোর্ট করে লাঞ্ছিত হয়েছিলেন। নেত্রকোনার তৎকালিন ডিসি বনানী বিশ্বাসের বিরুদ্ধে তিনি একটি রিপোর্ট করেছিলেন। যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাকে সেখান থেকে অপসরণ করা হয়।”
তিনি আরো বলেন, “রাগ-ক্ষোভ থেকেই দমন নিপীড়নের অংশ হিসেবে সাংবাদিক শামসুল আলমের উপরে রমনা থানায় যে জিডি করা হয়েছে, আমরা তার দ্রুত প্রত্যাহার দাবি করছি। আমরা কোনো ধরনের অন্যায়, দুর্নীতি বা ভয়ের কাছে মাথা নত করব না। আমরা এখান থেকে দাবি জানাতে চাই, অতিদ্রুত বনানী বিশ্বাসের বিরুদ্ধে যেই অভিযোগগুলো রয়েছে, সেগুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যতদ্রুত সম্ভব বনানী থানার সেই জিডি প্রত্যাহার করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে।”
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাবি সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটিসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রকাশের জেরে নয়াদিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) বনানী বিশ্বাস। গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় তিনি জিডি করেন।
ঢাকা/ফাহিম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ত রক ন র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুমিদস্যু সিন্ডিকেট জাল-জালিয়াতী ও অর্থের বিনিময়ে বিডিএস ভূমি জরিপে ব্যাক্তিগত পত্রিক সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন তারা। এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী এমরান হোসেন, আনোয়ারা বেগম ও নিপা বেগম।
এমরান হোসেন বলেন, আমার সিদ্ধিরগঞ্জ থানাধীন খোর্দ্দঘোষপাড়া মৌজার ১১২নং আর.এস দাগে পত্রিক সম্পত্তি রয়েছে। বিডিডিএল নামক একটি কোম্পানী ২০২২ সালে জোর পূর্বক অসৎ উদ্দেশ্যে ১১১ নং দাগে রাস্তা করার জন্য আমার ১১২নং দাগের ভূমি হতে এক শতাংশ ভূমি সিটি কর্পোরেশনের ড্রেন করার জন্য আমাকে সাজু ডেভেলপারসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি এর সঙ্গীয় সন্ত্রাসী শাহজালাল বাদলসহ অজ্ঞাত সন্ত্রাসী লোকজন অস্ত্রের মুখে জিম্মি করে আমার জমির উপর দিয়ে ড্রেন করে জোর পূর্বক এক শতাংশ জমি আত্মসাৎ করে।
তখন আমি ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হওয়াতে উক্ত বিষয়ে কিছুই করতে পারি নাই। ২০২৫ সালের মার্চ মাসে যখন বিডিএস জরিপ শুরু হয় তখন আমি উক্ত বিষয়টি তাহাদেরকে অবগত করি এবং উক্ত বিষয়ে মানববন্ধন করি। কিন্তু তাতেও কোন প্রতিকার পাই নাই।
এমতাবস্থায় আমার পত্রিক সম্পত্তি রক্ষার জন্য জেলা প্রশাসক মহোদয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।