মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষ থেকে ব্যাগ চুরির অভিযোগে পাঁচ কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। 

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, হারুন অর রশিদ, বজলুর রহমান, শামীম হোসেন এবং সাইফুল ইসলাম।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ মোট নয়জন তত্ত্বাবধায়কের অফিসকক্ষে প্রবেশ করেন। এসময় তারা ডা.

বাহাউদ্দিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে বের হওয়ার সময় তাদের একজন তত্ত্বাবধায়কের ব্যবহৃত ব্যাগ চুরি করে নিয়ে যান। ব্যাগের ভিতরে প্রায় ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি, এবং বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিল। 

অভিযোগে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা শার্ট পরিহিত আসামি শামীম হোসেন কাঁধে ব্যাগটি নিয়ে চলে যাচ্ছেন।

তত্ত্বাবধায়ক বাহাউদ্দিন জানান, কথোপকথনের একপর্যায়ে মৌসুমী ও হারুন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাকে ভিজিটিং কার্ড দেন। পরে তাদের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তারা দেখছেন। পরবর্তীতে আবার ফোন করলে তারা বলেন, ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, লোক পাঠিয়ে নিয়ে আসতে পারেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা/চন্দন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফ্রান্সের ওপর চটেছেন ট্রাম্প

এবার ফ্রান্সের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সম্প্রচারক ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি ফ্রান্সের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ট্রাম্প সাফ বলেছেন, “ফরাসিদের সাথে আমাদের অনেক সমস্যা রয়েছে।”

ফক্স নিউজের উপস্থাপিকা লরা ইনগ্রাহাম মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করে বলেন, “তারা ফরাসি নয়, তারা চীনা। তারা আমাদের উপর গুপ্তচরবৃত্তি করে। তারা আমাদের বৌদ্ধিক সম্পত্তি চুরি করে।”

কিন্তু ট্রাম্প তার কথার মাঝে বলে ওঠেন, “আপনি কি মনে করেন ফরাসিরা আসলেই ভালো? আমি আপনাকে বলব, আমি নিশ্চিত নই।”

বেইজিংয়ের সাথে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া ট্রাম্পের সাথে তার ফরাসি প্রতিপক্ষ ইমানুয়েল ম্যাক্রোঁর টক-মিষ্টি সম্পর্ক রয়েছে। সেপ্টেম্বরে ম্যাক্রোঁ যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন তখননকি মার্কিন নেতাকে সরাসরি ফোন করে জানান, ট্রাম্পের গাড়িবহরের কারণ পুলিশ তাকে রাস্তায় আটকে রেখেছে। অবশ্য শেষ পর্যন্ত মার্কিন পুলিশ ম্যাক্রোঁর জন্য রাস্তা ছেড়ে দেয়নি। ট্রাম্প ম্যাক্রোঁর ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি এবং জলবায়ু নীতির বিরোধিতা করেছেন।

ফক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “ফরাসিদের সাথে আমাদের অনেক সমস্যা হয়েছে যেখানে আমাদের প্রযুক্তির উপর অন্যায্যভাবে কর আরোপ করা হয়।”

ট্রাম্প এর আগে জানিয়েছেন, তিনি ‘বৈষম্যমূলক’ ডিজিটাল কর চালুকারী দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ