মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর জামাল খান সড়কে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। 

‘যে কোটার জন্য ভাই মরল, সেই কোটা রাখল কে’, ‘অবিলম্বে সকল কোটা বাতিল কর, করতে হবে’ প্রভৃতি স্লোগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা।

সোমবার সকাল ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ব্যানারে প্রেস ক্লাবের সামনে সমবেত হন কোটাবিরোধী ছাত্ররা। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের পরে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি জামাল খান সড়ক ও চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক রাসেল বলেছেন, “কোটা থাকায় অনেক যোগ্য শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাননি। অবিলম্বে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষাসহ সব পরীক্ষায় কোটা বাতিল করতে হবে। যে কোটা নিরসনের জন্য আমাদের ভাই ওয়াসিম, শান্ত, আবু সাইদ, ফারুকরা প্রাণ দিয়েছেন, সেই কোটা থাকতে পারে না।”

ঢাকা/রেজাউল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ এপ্রিল) সাড়ে ৫ টার দিকে আদমজী চাষাড়া সড়কে ইপিজেড এর সামনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রংপুর বিভাগ তরুণ দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এস, এম খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সদস্য সচিব আরিফ মুন্সী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূঁইয়া, নীলফামারী জেলা তাঁতী দলের সদস্য মোঃ খোকা, লালমনিরহাট জেলা তাঁতি দলের সদস্য আশরাফ আহমেদ খান, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য নিতাই সরকার ,সঞ্চালনায় জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জাসাস, ও এলাকাবাসী। 

তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী হইতে বিক্ষোভ মিছিল পরিচালনা শুরু করেন এবং আদমজী ইপিজেড এর সামনে অবস্থান করেন। 

এসময় মানববন্ধনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠী নেতারা বলেন, এই দায়েরকৃত মিথ্যা মামলার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।

আমরা অন্তবর্তী সরকারের কাছে এই মামলা সঠিক তদন্তের মাধ্যমে নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবি জানাই।

বক্তারা আরো বলেন, এটি একটি ষড়যন্ত্র মূলক মামলা তাকে মিথ্যা আসামী বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা চাই দ্রুত যেন তার মুক্তি দেওয়া হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • পণ্য লুট, চাঁদাবাজির বিচার চান ব্যবসায়ীরা
  • বন্দরে রইসউদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন  
  • রাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত, প্রতিবাদে মানববন
  • আবাসিক এলাকায় পশুর হাট না বসানোর দাবিতে আফতাবনগরে বিক্ষোভ
  • সোনারগাঁয়ে ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন
  • ‘পাটের তৈরি পণ্য ব্যবহার করুন’ 
  • শ্রমিকদের আবাসনসহ ৯ দফা দাবিতে মানববন্ধন
  • নির্দোষ দাবি প্রতিপক্ষের, হয়নি মামলা
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • তারেক রহমানের ৩১ দফার মধ্যেই সংস্কার রয়েছে, অচিরেই নির্বাচন দিন : সোহাগ