‘যে কোটার জন্য ভাই মরল, সেই কোটা রাখল কে’
Published: 20th, January 2025 GMT
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর জামাল খান সড়কে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।
‘যে কোটার জন্য ভাই মরল, সেই কোটা রাখল কে’, ‘অবিলম্বে সকল কোটা বাতিল কর, করতে হবে’ প্রভৃতি স্লোগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা।
সোমবার সকাল ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ব্যানারে প্রেস ক্লাবের সামনে সমবেত হন কোটাবিরোধী ছাত্ররা। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের পরে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি জামাল খান সড়ক ও চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক রাসেল বলেছেন, “কোটা থাকায় অনেক যোগ্য শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাননি। অবিলম্বে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষাসহ সব পরীক্ষায় কোটা বাতিল করতে হবে। যে কোটা নিরসনের জন্য আমাদের ভাই ওয়াসিম, শান্ত, আবু সাইদ, ফারুকরা প্রাণ দিয়েছেন, সেই কোটা থাকতে পারে না।”
ঢাকা/রেজাউল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্প-২ এ সংযুক্ত করার দাবিতে নিসচার মানববন্ধন
রাজধানী ঢাকার সাথে মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সকালে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জায়েদুল ইসলাম মিয়ার হাতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড: হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হাসানউদৌলা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম, সদস্য আল আমিন, কাউসার আলম, ফারুক মৃধা, রফিকুল ইসলাম, ইব্রাহিম, রাজু আহাম্মদ, হুমায়ুন, কাকলী প্রমুখ।
মানববন্ধনে বক্তব্যরা বলেন, নারায়ণগঞ্জে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক গুণ বেশি। এখান থেকে প্রতিদিন ২ লাখেরও বেশি মানুষ ঢাকা যাতায়াত করে এবং ৫০ হাজার মানুষ কর্মের তাগিদে প্রতিদিন নারায়ণগঞ্জে আসেন।
"যে সক্রিয় লাইন আছে, সে লাইনে মাত্র ৪ লাখ যাত্রী যাতায়াতের জন্য মতিঝিল থেকে উত্তরা এমআরটি-৬ হতে পারে। তবে, ৩ লাখ মানুষের জন্য নারায়ণগঞ্জে এমআরটি-২ হতে পারবে না কেন?
কোন অজুহাতেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না।’ প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।