পুতিন আরো ইউক্রেনীয় ভূমি দাবি করেছেন: ট্রাম্প
Published: 17th, August 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো ইউক্রেনীয় ভূমি দাবি করেছেন। তবে জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন দিয়েছিলেন। ট্রাম্প জানিয়েছেন, পুতিন তাকে বলেছেন কিয়েভ যদি পুরো ডোনেতস্ক ছেড়ে দেয় তবে যুদ্ধ স্থগিত করবেন।
বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে, জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনের এক পঞ্চমাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ডোনেতস্ক প্রদেশের প্রায় তিন-চতুর্থাংশও রয়েছে।
ট্রাম্প আরো জানিয়েছেন, তিনি পুতিনের সাথে একমত যে ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা যে পূর্ববর্তী যুদ্ধবিরতি দাবি করেছিল তা ছাড়াই একটি শান্তি চুক্তি করা উচিত।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে বলেছেন, “সবার মাধ্যমে নির্ধারিত হয়েছিল যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হল সরাসরি একটি শান্তি চুক্তিতে যাওয়া, যা যুদ্ধের অবসান ঘটাবে এবং একটি যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায়শই টিকে থাকে না।”
জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে রাশিয়ার অনিচ্ছা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। ‘হত্যাকাণ্ড বন্ধ করা যুদ্ধ বন্ধের একটি মূল উপাদান।’
তবুও, জেলেনস্কি জানিয়েছেন, তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সাথে দেখা করবেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র কর ছ ন
এছাড়াও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে আমনুরা-রহনপুর স্টেশনের মেইন রেললাইন ব্লক হয়ে গেছে।
আটকা পড়েছে রাজশাহীগামী একটি কমিউটার ও ঈশ্বরদীগামী আরেকটি যাত্রীবাহী ট্রেন। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রহনপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জুনায়েদ আল মামুন বলেন, ‘‘তেলবাহী ট্রেনটি খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে যাচ্ছিল। এতে মোট ৩০টি ওয়াগন ছিল, এর মধ্যে পাঁচটি লাইনচ্যুত হয়েছে।’’
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
৬ ঘণ্টা পর রেলপথ ছাড়লেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
তিনি আরো বলেন, ‘‘ট্রেনটি আমনুরা স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এতে আমনুরা-রহনপুর স্টেশনের মেইন রেললাইন ব্লক হয়ে দুটি ট্রেন আটকা পড়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।’’
আমনুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাবিবুল হোসেন বলেন, ‘‘মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেললাইন স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’’
ঢাকা/শিয়াম/রাজীব