পুতিন আরো ইউক্রেনীয় ভূমি দাবি করেছেন: ট্রাম্প
Published: 17th, August 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো ইউক্রেনীয় ভূমি দাবি করেছেন। তবে জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন দিয়েছিলেন। ট্রাম্প জানিয়েছেন, পুতিন তাকে বলেছেন কিয়েভ যদি পুরো ডোনেতস্ক ছেড়ে দেয় তবে যুদ্ধ স্থগিত করবেন।
বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে, জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনের এক পঞ্চমাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ডোনেতস্ক প্রদেশের প্রায় তিন-চতুর্থাংশও রয়েছে।
ট্রাম্প আরো জানিয়েছেন, তিনি পুতিনের সাথে একমত যে ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা যে পূর্ববর্তী যুদ্ধবিরতি দাবি করেছিল তা ছাড়াই একটি শান্তি চুক্তি করা উচিত।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে বলেছেন, “সবার মাধ্যমে নির্ধারিত হয়েছিল যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হল সরাসরি একটি শান্তি চুক্তিতে যাওয়া, যা যুদ্ধের অবসান ঘটাবে এবং একটি যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায়শই টিকে থাকে না।”
জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে রাশিয়ার অনিচ্ছা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। ‘হত্যাকাণ্ড বন্ধ করা যুদ্ধ বন্ধের একটি মূল উপাদান।’
তবুও, জেলেনস্কি জানিয়েছেন, তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সাথে দেখা করবেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র কর ছ ন
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।