চাকরির প্রলোভনে আসামি সেজে ধরা আজির উদ্দিন
Published: 27th, January 2025 GMT
আজির উদ্দিনকে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আসামি সেজে আদালতে জামিন আবেদন করতে বলেন এক মামলার আসামি তাঁরই আপন ভাই নাজমুল হোসেন। সে অনুযায়ী আবেদন করলেও চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনার প্রায় দেড় মাস পর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে আজ সোমবার দু’জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজির ও নাজমুলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বালাপাড়ায়। আজ তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলা করেছেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক। আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা এসব তথ্য জানিয়েছেন। আসামি নাজমুল পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় করা প্রতারণার একটি মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি নাজমুল। তাঁর ভাই আজির ওই মামলার আসামি সেজে ২০২৪ সালের ১০ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ দিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান আদালত। কারাগারে যাওয়ার পর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ডেটাবেজে তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায়, আজির উদ্দিন জামিন আবেদনে নিজেকে ‘নাজমুল হোসেন’ পরিচয় দিয়েছেন। তাঁর এ তথ্য যাচাই করেন আইনজীবী টি আর খান তাহিম। এরপর প্রতারণার ঘটনা অবগত করে সংশ্লিষ্ট আদালতে চিঠি পাঠানো হয়।
সোমবার করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নাজমুল হোসেনের কথামতো ভালো চাকরির লোভে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন আজির। তাঁর পক্ষে আইনজীবী টি আর খান তাহিম কর্তৃক ১০ ডিসেম্বর ওকালতনামায় আজিরের সঙ্গে নাজমুলও সই করেন। দুই আসামিই পরস্পর ভাই। নাজমুল হোসেন না হয়েও ওকালতনামায় ‘নাজমুল হোসেন’ হিসেবে সই করে আদালতে জাল ওকালতনামা দিয়েছেন আজির, যা পেনাল কোর্ডের ২০৫ ও ৪৬৬ ধারার শাস্তিযোগ্য অপরাধ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক