ফেসবুকে পেজ খুলে প্রথম আলোর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার, থানায় জিডি
Published: 22nd, April 2025 GMT
প্রথম আলো পত্রিকায় নিয়োগ দেওয়া হবে, এমন ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা করা হচ্ছে দুটি ফেসবুক পেজ থেকে। ‘প্রথম আলো পত্রিকায় সাংবাদিক নিয়োগ চলছে’ এবং ‘প্রথম আলো পত্রিকায় নিয়োগ’ নামের দুটি ফেসবুক পেজ থেকে এমন বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা ও জালিয়াতি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এই দুটি পেজের সঙ্গে প্রথম আলোর কোনো সংশ্লিষ্টতা নেই।
এ বিষয়ে গত রোববার ঢাকার তেজগাঁও থানায় প্রথম আলোর পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রথম আলো পত্রিকায় নিয়োগসংক্রান্ত তথ্যাদি অবশ্যই প্রথম আলো পত্রিকা, অনলাইন ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। এ ছাড়া প্রথম আলোর ডোমেইন নেমের (@prothomalo.
জিডিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, (প্রতারণা ও জালিয়াতিতে যুক্ত) এ ধরনের পেজগুলো প্রথম আলোর সুনাম ক্ষুণ্ন করছে। আমরা বিশ্বাস করি, এ পেজগুলো কোনো অসদুদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।’
জিডিতে উল্লিখিত পেজ দুটি শনাক্ত করে তা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও জিডির তদন্ত কর্মকর্তা হায়দার আলী প্রথম আলোকে বলেন, প্রথম আলোর পক্ষ থেকে করা জিডির তদন্ত চলছে। শিগগিরই প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল র ফ সব ক
এছাড়াও পড়ুন:
৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশন'র সভাপতি বাসার ও সম্পাদক মেহেদী
দেশের ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যদের সমন্বয়ে ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েন" এর দুই বছর মেয়াদি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সর্ব সম্মতিক্রমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার আবুল বাসার মোল্লাকে কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গা-সার্কেল) মো. মেহেদী ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রাজধানির ইস্কাটন রোডস্থ বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ৩৭ তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা শনিবার এক সভায় মিলিত হয়ে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করেন।
এছাড়াও কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান সিনিয়র সহ-সভাপতি, ডিএমপির সহকারী পুলিশ সুপার তৌফিক আহমেদ ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ ফারাবী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভায় যেসব সদস্যরা স্বশরীরে উপস্থিত হতে পারেননি তারা ভার্চুয়ালি জুম মিটিং এর মাধ্যমে আলোচনায় যুক্ত হন এবং নির্বাচন প্রক্রিয়ায় এহসান ইমন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কমিটি গঠনের পর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা দেশের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ব্যাচের স্বার্থে ও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।