কুমিল্লা দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গু‌লি বর্ষণকারী এবং বাদশা রুবেল ও সাব্বির হোসেন হত্যা মামলার আসামি উপজেলা স্বেচ্ছা‌সেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বি‌ক্ষোভ করেছে দেবিদ্বার উপজেলার জনগণ।

বুধবার বিকেলে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় কু‌মিল্লা-‌সি‌লেট মহাসড়‌কে ওই মানবন্ধন ও বি‌ক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবিদ্বার সরকারী কলেজের সাবেক জিএস মোকবল হোসেন, ইব্রাহিম কন্ট্রাকটার, জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, সাদ্দাম হো‌সেন, মাহফুজ সরকার, আবুল খায়ের, নিজাম উদ্দিন প্রমুখ।  

এ সময় বক্তারা ব‌লেন, সাদ্দাম হো‌সেন‌ দে‌বিদ্বা‌রের শীর্ষ সন্ত্রাসী ও কুখ‌্যাত খুনী। সে জুলাই অভ‌্যুত্থান চলাকা‌লে সাধারণ ছাত্রদের ওপর নি‌র্বিচা‌রে গু‌লি চা‌লি‌য়ে‌ছে। সে রু‌বেল ও সা‌ব্বি‌রের হত‌্যাকারী। তার হামলায় অনে‌কেই আহত হ‌য়ে‌ছে। বক্তারা সাদ্দা‌মের ফাঁসি দাবি ক‌রে ব‌লেন, সাদ্দা‌মের ম‌তো কুখ‌্যাত খু‌নির ফাঁসি না হ‌লে রু‌বেল ও সা‌ব্বিরের আত্মা শা‌ন্তি পা‌বে না।

উল্লেখ‌্য, দীর্ঘ‌দিন আত্ম‌গোপ‌নে থাকার পর সৌদি আরব থে‌কে গত মঙ্গলবার দে‌শে ফির‌লে হযরত শাহ জালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরে গ্রেপ্তার হয় সাদ্দাম। তার বিরু‌দ্ধে দুইটি হত‌্যা মামলাসহ একাধিক মামলা র‌য়ে‌ছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্প-২ এ সংযুক্ত করার দাবিতে নিসচার মানববন্ধন

রাজধানী ঢাকার সাথে মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

সকালে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জায়েদুল ইসলাম মিয়ার হাতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

মানববন্ধনে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড: হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হাসানউদৌলা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম, সদস্য আল আমিন, কাউসার আলম, ফারুক মৃধা, রফিকুল ইসলাম, ইব্রাহিম, রাজু আহাম্মদ, হুমায়ুন, কাকলী প্রমুখ।

মানববন্ধনে বক্তব্যরা বলেন, নারায়ণগঞ্জে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক গুণ বেশি। এখান থেকে প্রতিদিন ২ লাখেরও বেশি মানুষ ঢাকা যাতায়াত করে এবং ৫০ হাজার মানুষ কর্মের তাগিদে প্রতিদিন নারায়ণগঞ্জে আসেন।

"যে সক্রিয় লাইন আছে, সে লাইনে মাত্র ৪ লাখ যাত্রী যাতায়াতের জন্য মতিঝিল থেকে উত্তরা এমআরটি-৬ হতে পারে। তবে, ৩ লাখ মানুষের জন্য নারায়ণগঞ্জে এমআরটি-২ হতে পারবে না কেন?

কোন অজুহাতেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না।’ প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনায় নামের বিভ্রান্তিতে ২ কলেজ, প্রতিকার দাবি
  • রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 
  • না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্প-২ এ সংযুক্ত করার দাবিতে নিসচার মানববন্ধন
  • প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় চান না সাত কলেজের শিক্ষকেরা
  • দুর্গাপূজায় অরাজকতা রোধে পদক্ষেপ নিতে আহ্বান মহিলা পরিষদের
  • বন কর্মকর্তার ১৭ বিয়ে: আদালতে মামলা, তদন্তে পিবিআই
  • শিবচরে তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন
  • সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে ৫টি পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন
  • ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন