ভবন ভাঙার চেষ্টা, বনকর্মীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
Published: 31st, January 2025 GMT
বনের জমিতে মাদ্রাসা ও এতিমখানা। গত বৃহস্পতিবার সেই মাদ্রাসা ভাঙতে যান বন বিভাগের লোকজন। মাদ্রাসার ছাত্ররা বাধা দিতে গেলে মারধর করে বন্দুক তাক করে বলে অভিযোগ উঠেছে। একজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে এগিয়ে আসতে বলেন। ঘোষণা শুনে পিঁপড়ার মতো ছুটে আসে মানুষ। মারধরের শিকার হন ৯ বনকর্মী।
এ ঘটনায় গতকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। বন বিভাগের লোকজনের শাস্তির দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য দেন স্কুলশিক্ষক আবু তালিব, ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাদশা আজাদ প্রমুখ।
জানা গেছে, ঘাটাইল উপজেলার শহরগোপীনপুর এলাকায় বনের জমিতে বহু বছর ধরে বসবাস করে আসছেন স্থানীয়রা। এখানে রয়েছে দিঘুলিয়াচালা মদিনাতুল উলুম রাহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা। টিনের ঘর থেকে প্রায় পাঁচ মাস আগে ভবন নির্মাণের কাজ শুরু করে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসার ভবন ভেঙে জমি উদ্ধার করতে যান বন বিভাগের লোকজন। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ভবন নির্মাণের সময় দফায় দফায় টাকা নিয়েছেন বন বিভাগের লোকজন। বৃহস্পতিবারও মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মাদ্রাসা ভাঙতে যান তারা। ফলে মাইকে ঘোষণা দিয়ে বন বিভাগের পাঁচ কর্মীকে মাদ্রাসার একটি ঘরে আটকে রাখে এলাকাবাসী। মারধরের শিকার হন ৯ বনকর্মী। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা প্রশাসন, পুলিশ ও যৌথ বাহিনী।
মাদ্রাসার সভাপতি রুহুল আমীন জানান, মাদ্রাসার ভবন নির্মাণের শুরু থেকেই টাকা দাবি করে আসছেন বন বিভাগের লোকজন। দফায় দফায় এক লাখ টাকা দেওয়া হয় তাদের। বৃহস্পতিবার সকালে এসে চার লাখ টাকা দাবি করেন তারা। টাকা না দেওয়ায় মাদ্রাসার এক ছাত্রের গায়ে হাত তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী তাদের আটকে রাখেন। তাঁর অভিযোগ, এলাকায় কেউ একটা ঘর তুলতে গেলেই বন বিভাগের লোকজনকে ঘুষ দিতে হয়।
স্থানীয় আবুল বাদশা আজাদের দাবি, ২০ বছর ধরে স্থানীয়দের কাছে থেকে টাকা নিচ্ছে বন বিভাগ। শুধু আত্মাটা ছাড়া প্রায় সব নিয়েছেন বন বিভাগের লোকজন। তাদের অপরাধ শত বছর ধরে বনের জমিতে বসবাস।
স্কুলশিক্ষক আবু তালিব হোসাইন বলেন, ‘আমাদের অপারাধ একটাই, শত বছর ধরে বংশপরম্পরায় বনের জমিতে বসবাস। অপরাধ যদি করে থাকি আমাদের বংশধররা করেছেন। আমরা এখন কোথায় যাব?’
বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদুর রহমানের ভাষ্য, বৃহস্পতিবার বনের জমি দখলমুক্ত করতে দিঘুলিয়াচালায় যান বন বিভাগের লোকজন। স্থানীয়রা তাদের ওপর হামলা করেছেন। এ ঘটনায় বন কর্মকর্তাসহ ৯ কর্মী আহত হয়েছেন। বিভাগীয় বন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, হামলার ঘটনায় শুক্রবার বন বিভাগ অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে